এই মুহূর্তে

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করলেন ডায়মন্ডহারবারের সাংসদ, কী নিয়ে কথা দু’‌পক্ষের?‌

নিজস্ব প্রতিনিধি: বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ তোলপাড় হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। কারণ ঝাড়খণ্ডে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর তাই সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় চলে বিক্ষোভ। তার জেরে রেল এবং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। টায়ার জ্বালিয়ে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে থাকেন। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকের হত্যা হয়েছে। এই খুনে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করার আবেদন জানালেন অভিষেক। আর এই বিষয়টি গুরুত্ব দিয়ে হেমন্ত সোরেন দেখবেন বলেছেন বলে সূত্রের খবর।

আজ, শুক্রবার সকালে বেলডাঙার বাসিন্দা তথা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের দেহ ঝাড়খণ্ডে উদ্ধার হয়। সেখানে তিনি কাজে গিয়েছিলেন। আলাউদ্দিনের পরিবারের দাবি, আলাউদ্দিনকে খুন করা হয়েছে। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন এবং মাঝেমধ্যে শ্রমিকের কাজও করতেন। সেখানে আলাউদ্দিনকে নির্মমভাবে খুন করা হয়েছে। যে ঘরে ভাড়া থাকতেন আলাউদ্দিন সেখান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে আলাউদ্দিনের প্রতিবেশী তথা গ্রামবাসীদের অভিযোগ, যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁর দেহ ঝুলিয়ে দেওয়া হয়। মুর্শিদাবাদের শ্রমিক হওয়ায় এমন পরিণতি হয়েছে।

এদিকে এই খবর চাউর হতেই এলাকা অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি অগ্নিগর্ভ আকার নেয়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে চলে বিক্ষোভ। তাতে চাপে পড়ে যায় পুলিশ–প্রশাসন এবং রেল কর্তৃপক্ষরা। কারণ এই বিক্ষোভের জেরে আটকে পড়ে ট্রেন, বাস, লরি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত থাকতে আবেদন করেন। এমনকী বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে বলেও সরব হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মৃতের পরিবারের পাশে রয়েছেন তাঁরা। যা ঘটেছে তা অত্যন্ত নিন্দার। এই ঘটনার বিচার হবে।

অন্যদিকে পুলিশ গিয়ে বারবার বুঝিয়ে অবরোধ তুলে দেয়। তারপরই স্বাভাবিক হয় যান চলাচল। ছাড়ে আটকে থাকা ট্রেনগুলি। এমন পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলডাঙার পরিযায়ী শ্রমিক খুনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য হেমন্ত সোরেনকে অনুরোধ করেছেন অভিষেক। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অভিষেককে আশ্বাস দিয়েছেন, যথাযথ ব্যবস্থা নেবে তাঁর পুলিশ। তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ