এই মুহূর্তে

‘‌কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা সময়ের অপেক্ষা’‌, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: আজ, মঙ্গলবার কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে জনসভা শুরু করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিজেপিকে তোপ দাগেন ডায়মন্ডহারবারের সাংসদ। এই সভামঞ্চ থেকেই এসআইআর নিয়ে সুর চড়ান তিনি। আর খসড়া তালিকায় থাকা ১০ জন মৃত ভোটারকে মঞ্চে তুলে আনেন। যা বেশ অস্বস্তির বিজেপির কাছে। আর এখান থেকেই বিজেপিকে উপড়ে ফেলার ডাক দেন অভিষেক। বিপুল মানুষের ভিড় আওয়াজ তুলে তাঁকে সমর্থন করেন। এই ভিড় দেখে নিতেও বিজেপিকে পরামর্শ দেন তিনি।

এদিকে দিল্লির জমিদাররা বাংলার ভোটাধিকার কেড়ে নিতে চায় বলে সুর চড়ান তৃণমূল সাংসদ। এসআইআর থেকে শুরু করে আইপ্যাকে ইডির হানা নিয়ে সরব হন তিনি। অভিষেক বলেন, ‘‌আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কোচবিহারে জিতে এসআইআরে হেনস্তা করা হচ্ছে মানুষকে। বিজেপি কথা দিয়ে কথা রাখে না। ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১,২০২৪— বিজেপির নেতারা সভা করতে এসে প্রধানমন্ত্রী–সহ বিজেপির বড় নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নারায়ণী ব্যাটেলিয়ন, চিলা রায়ের নামে প্যারামিলিটারি প্রশিক্ষণ কেন্দ্র, পঞ্চানন বর্মার নামে লাইব্রেরি, মদনমোহন মন্দিরকে আন্তর্জাতিক মন্দির হিসাবে ঘোষণা করবে। কোচবিহার রেল স্টেশনে ২০২১ সালে স্পোর্টস হাব করবে বলে শিলান্যাস করেছিল। শ্যাওলা পড়েছে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হবে বললেও আগামী ফেব্রুয়ারি মাসে সেটাও বন্ধ হতে চলেছে।’‌

অন্যদিকে শোষণ করেছে কেন্দ্রীয় সরকার বলেও অভিযোগ করেন অভিষেক। অভিষেকের সভা মঞ্চে ছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বসুনিয়া। এখান থেকেই অভিষেকের বক্তব্য, ‘‌‘বিজেপি ভোটে জেতার পরে কোচবিহারের মানুষকে এসআইআরের মাধ্যমে বা অসমের ফরেন ট্রাইবুনালের নোটিস পাঠিয়ে অপমানিত করেনি, তাঁদের শোষিত করেছে। অধিকারের টাকা আটকেছে। বাংলার উপর যাঁরা ধারাবাহিক হামলা করে, মানুষকে নিপীড়িত করে রাখার চেষ্টা করে, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, যে ভাষা বহিরাগত জমিদাররা বোঝে, তাদের সেই ভাষায় আগামী দিনে জবাব দেবে। মানুষ প্রস্তুত।’‌

এছাড়া এসআইআরের খসড়া তালিকায় ‘মৃত বেশ কয়েকজন ভোটারকে মঞ্চে হাজির করলেন অভিষেক। এবার তাঁদের খোঁজ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। অভিষেকের কথায়, ‘‌এই জেলায় এসে কর্মসূচি করেছি। যে উৎসাহ লক্ষ্য করেছি, সমাজের সর্বস্তরের মানুষের যে ভালবাসা পেয়েছি, মানুষ রাস্তায় যে ভাবে আশীর্বাদ করেছে, আমি জেলার কাছে চিরঋণী। ধন্যবাদ জানাই সকলকে। আজ এই সভা বিজেপির বিসর্জনের শুভ সূচনা। কোচবিহারে আসব, মদনমোহন মন্দিরে যাব না, তা তো হয় না। ২০২৩ সালে নবজোয়ার কর্মসূচি মদনমোহন মন্দিরে পুজো দিয়ে শুরু করি। মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যে যে লড়াই তা শুরু করেছিলাম। আজ যে উদ্দীপনা চোখে পড়েছে, কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা সময়ের অপেক্ষা।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাঁকুড়ায় বিজেপির চক্রান্ত ফাঁস, আটক গাড়ি, উদ্ধার চার হাজার ফর্ম ৭

‘‌বহিরাগত দিয়ে ভোট করিয়ে বাংলা দখলের ছক কষা হয়েছে’‌, নবান্ন থেকে কমিশন–বিজেপিকে তোপ মমতার

SIR সংক্রান্ত একাধিকবার নোটিশ, প্রতিবাদে পাঁশকুড়ায় রাজ্য সড়ক অবরোধ ভোটারদের

‘‌মোদি–শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে’‌, ‘মৃত’ ১০ জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের

কলকাতার এন্টালি থেকে গোটা দেশে পাচার ও মাদক তৈরির কিং পিন গ্রেফতার

এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসু সহ পরিবারের সদস্যদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ