এই মুহূর্তে




বর্ষায় দোসর নিম্নচাপ, ফুঁসছে নদী, জলের তলায় একাধিক সেতু




নিজস্ব প্রতিনিধি : দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। সঙ্গী হয়েছে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় বাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি চলছে। নিম্নচাপের জেরে বুধ ো বৃহস্পতিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এবং পশ্চিম মেদিনীপুরে। সেই বৃষ্টির জেরে জলের তলায় চলে গেল বাঁকুড়ার মানকানালি সেতু। এটি গন্ধেশ্বরী নদীর ওপরে তৈরি সেতু।

বুধবার থেকেই সেতুর উপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করেছিল। তারুর থেকেই যাতায়াত বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁকুড়া সদর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৪ থেকে ১৫টি গ্রাম।

শিক্ষা থেকে স্বাস্থ্য সবকিছুর ক্ষেত্রে বাঁকুড়া সদর শহরের উপর নির্ভর করে এই গ্রামগুলো। কিন্তু সেতুটি জলের তলায় চলে যাওয়ায় এখন চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, দুদিনে এখনও পর্যন্ত ২১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাতভোর বৃষ্টিতে জেলার সেতুগুলোর অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে পড়েছে।

সূত্রের খবর, ডুবে গিয়েছে বাঁকুড়ার সিমলাপাল সেতু। বৃহস্পতিবার ভোর থেকে ওই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করেছে। সিমলাপাল সেতুর সঙ্গে শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও।

পাশাপাশি, বুধবার জল ছেড়েছে ডিভিসি। তার জেরে ভেঙে গিয়েছে হুগলির খানাকুলের জগন্নাথপুরের বাঁশের সাঁকো। যাতায়াত করতে সমস্যায় সাধারণ মানুষ। নিম্নচাপের জেরে দুদিনের প্রবল বৃষ্টিতে  পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তারফলে ডুবেছে নীচু এলাকা চাষের জমি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গিয়েছে জলের তলায়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা গিয়েছে, চৈতন্যপুর এলাকায় যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো, কেশাডাল, নিত্যানন্দপুর ঘোষকিরা সহ বিভিন্ন এলাকার যাতায়াতের সাঁকোগুলি জলের তলায় চলে গিয়েছে। দুশ্চিন্তায় এলাকাবাসী। নিম্নচাপের বৃষ্টিতেই এই অবস্থা হলে বর্ষার বৃষ্টিতে কী হবে তা নিয়ে চিন্তায় সকলেই। ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রচার নিয়েও কথা বলছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, মন্ত্রীদের নিয়ে কিছু মিটিং আর সংবাদমাধ্যমে প্রচার ছাড়া প্রাপ্তি কিছু নেই। বর্ষা শুরুর আগে কাঠেরসাঁকোগুলি দেখভাল হয় না। বাঁধ দেখভাল হয় না। বর্ষা শুরুর পর সবার টনক নড়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ