-273ºc,
Friday, 9th June, 2023 2:56 am
নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে খুন (Murder) করে দেহ (Body) পুঁতে দিলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চণ্ডীতলা থানার নবাবপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড় গ্রামে। পুলিশি জেরায় নিজের অপরাধের কথা কবুল করেছেন অভিযুক্ত স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ছায়া পোড়েল (৪৫)। স্বামী মহন্ত পোড়েল। পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। চাষের কাজ করে কোনওরকমে সংসার চালাতেন মহন্ত পোড়েল। তাঁদের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয়দের দাবি, বুধবার থেকে ওই মহিলাকে দেখতে পাওয়া যায়নি। ছায়া পোড়েলের বাপের বাড়ির লোকজন গত শুক্রবার চণ্ডীতলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ জানানোর পর, রবিবার সকালে ছায়ার বাড়িতে আসেন তাঁর বাপের বাড়ির সদস্যরা। এদিন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আসেন তাঁরা। তাঁদের সকলের সামনে মহন্ত পোড়েল স্বীকার করেন স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছে সে।
অন্যদিকে এই স্বীকারোক্তির পর চন্ডীতলা থানায় খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে মহন্ত পোড়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশি জেরার মুখেও অভিযুক্ত স্ত্রীকে খুন করে দেহ পুঁতে দেওয়ার কথা স্বীকার করেছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ উদ্ধার করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ছায়ার বাপের বাড়ির লোকজনের তরফে অভিযোগ করা হয়েছে, পরকীয়ায় লিপ্ত ছিলেন মহন্ত। তাই ‘পথের কাঁটা’ সরাতে এই খুন।