এই মুহূর্তে




ভরদুপুরে হাঁসুয়ার এলোপাথাড়ি কোপ! রক্তাক্ত চায়ের দোকান, চাঞ্চল্য হরিহরপাড়ায়

নিজস্ব প্রতিনিধি, হরিহরপাড়া : সাতসাকলে চায়ের দোকানে গিয়ে চা খেতে চেয়েছিলেন। এটাই নাকি অপরাধ। হাঁসুয়ার কোপ দিয়ে বছর ৫৪-র লাল্টু মন্ডল ওরফে খালেক মণ্ডলকে (Khalek Mondal) খুন করার অভিযোগ উঠল চায়ের দোকানের মালিকের বিরুদ্ধে। সাতসকালেও রক্তাক্ত হয়ে পড়ে চায়ের দোকান।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ার (Hariharpara) পদ্মনাভপুরে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন খালেক মণ্ডল (Khalek Mondal)। খালেক মন্ডলের বাড়ির পাশেই এই চায়ের দোকান। চা খেতে চাওয়ার পরে আচমকাই চায়ের দোকানের মালিক ঘর থেকে হাঁসুয়া দিয়ে কোপের পর কোপ মারতে থাকে। এলোপাথারি কোপ মারার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন খালেক মণ্ডল। তিনি মাটিতে লুটিয়ে পড়ার পরেই চিৎকার চেঁচামিচি শুরু করে স্থানীয়রা। তাঁরাই ঘটনাস্থলে ছুটে আসে। দ্রুত তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College and Hospital) নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিহরপাড়ার পদ্মনাভপুরে । মৃতের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আচমকা কেন খালেক মণ্ডলের (Khalek Mondal) ওপর হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি। কী কারণে খুনের ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ (Hariharpara Police Station)। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে কেন আচমকা হামলা চালানো হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের সঙ্গে মৃতের কোনও অশান্তি চলছিল কিনা সবটাই জানার চেষ্টা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বনগাঁ পুরসভার পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হল ডেকরেটরসদের, কিন্তু কেন…

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ,দিঘাগামী পর্যটকদের গাড়ি আটকে রয়েছে ,ব্যাপক যানজট

দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ