-273ºc,
Friday, 9th June, 2023 3:07 am
নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) আগেই জানিয়েছিলেন ‘নীতি আয়োগ’ বৈঠকে তিনি যাচ্ছেন না। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়া মেটানোর দাবি জানাতে ৩ জনের নাম প্রস্তাব করেছিল বাংলার সরকার। তবে তাতে কেন্দ্রের আপত্তি! তাই নীতি আয়োগ বৈঠকে থাকছে না বাংলা।
কেন্দ্রের কাছে রাজ্যের প্রস্তাব ছিল, মুখ্যমন্ত্রীর বদলে ৩ জনের যে কোনও একজন বৈঠকে যোগ দেবেন। প্রস্তাব ছিল, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বা অর্থসচিব মনোজ পন্থ যোগ দেবেন। তবে তিনটি নামেই আপত্তি কেন্দ্রের! কারণ হিসেবে কেন্দ্রের দাবি, নীতি আয়োগের সদস্য শুধু মুখ্যমন্ত্রী। তাই অন্য নামে একাধিক জটিলতা।
উল্লেখ্য, আগামী ২৭ মে নীতি আয়োগ বৈঠক। গত ১৫ মে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্ল্যানিং কমিশন অনেক ভালো ছিল। বলেছিলেন, রাজ্যের প্রাপ্য ১ লক্ষ ১৫ হাজার কোটি বকেয়া টাকা মেটাতে বলেও সরব হবেন তিনি। আরও বলেছিলেন, ‘বাংলার বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছি’। তবে গত ২৪ মে নিশ্চিত হয়েছিল যে, ওই বৈঠকে তিনি যোগ দেবেন না। প্রসঙ্গত, গত মঙ্গলবার নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবৎ মানের সঙ্গে নবান্নে বৈঠক করার পরে সাংবাদিক বৈঠকে মোদি সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।