এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

রবির জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য ১৬০ ফুটের গান ক্যানভাস

নিজস্ব প্রতিনিধি: জীবন কি গানে ধরা পড়ে? ধরা পড়ে ছবিতে? তাই করে দেখালেন শিল্পীরা ১৬০ ফুট জুড়ে শুধুই রবীন্দ্রনাথ। যেন ক্যানভাস থেকে ঝরে পড়ছে সুর। কোথাও প্রেম, কোথাও পূজা আবার কোথাও বা প্রকৃতি আবার কোথাও বিশ্বকবির জীবন। কিন্তু ছবিতে গান! হ্যাঁ তিনটি পর্যায় ফুটে উঠেছে ক্যানভাসে। পাশাপাশি ফুটে উঠেছে কবিগুরুর জীবনের নানা ঘটনা। ১৬০ ফুটের সাদা ক্যানভাস তিন পর্যায় ও রবি-জীবনে রঙিন হয়ে উঠছে। আর তাতে যেন গানের ছোঁয়া। এভাবেই উত্তরের শিল্পীরা শ্রদ্ধা জানালেন বিশ্বকবিকে। শুরু করলেন কবিগুরুর ১৬০ তম জন্মদিবস পালন। কারণ রবি ঠাকুর (Rabindranath Tagore) তো শুধু কবি নন। তিনি গীতিকার, সুরকার, চিত্রশিল্পীও।

গত শুক্রবার ছিল পয়লা বৈশাখ। ওইদিনই বিশ্ব চিত্রকলা দিবস। সেই দিন থেকেই শুরু হল অভিনব এই চিত্রকল্পের আয়োজন। কারণ সামনেই যে ২৫ বৈশাখ।  ১৪২৯ বঙ্গাব্দের ২৫ বৈশাখ  কবিগুরুর ১৬০ তম জন্মজয়ন্তী। নববর্ষের প্রথম দিন ও বিশ্ব চিত্রকলা দিবসকে চিরস্মরণীয় করে রাখতে এই অভিনব চিত্রকল্পের আয়োজন করেছেন উত্তরের চিত্র শিল্পীরা (Painter)। তা উৎসর্গ করা হয়েছে বিশ্বকবির উদ্দেশ্যে। শুক্রবার জলপাইগুড়ি শিরিষতলা এলাকার একটি আর্ট গ্যালারিতে শিল্পীরা একত্রিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম, প্রকৃতি ও পূজা এই তিনটি পর্যায় ও রবি ঠাকুরের জীবনকে বিষয় করে ভরিয়ে তোলেন ক্যানভাস। রং-তুলি, এক্রেলিক, পেনসিল প্রভৃতি দিয়ে ১৬০ ফুট লম্বা হ্যান্ডমেড পেপার রোলের ওপর টুকরো টুকরো ছবিতে স্ক্রল আর্ট দিয়ে রঙিন করে তোলেন ক্যানভাস।  

‘ইন আর্ট ওয়ার্ল্ড অরগানাইজেশন’ এর পক্ষ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৪০ জন চিত্রশিল্পী একত্রিত হয়ে প্রায় ৬ ঘন্টা ধরে ছবি এঁকে রবি- রঙিন করে তুলেছেন ক্যানভাস।  

সংস্থার পক্ষ থেকে সুশান্ত ধর বলেন, পয়লা বৈশাখের দিনেই বিশ্ব চিত্রকলা দিবস। আর কয়েকদিন পরেই আগামী কবিগুরুর ১৬০ তম জন্মজয়ন্তী। তাই তাঁকে উৎসর্গ করে এই দিনেই প্রেম, পূজা, প্রকৃতি- তিনটি পর্যায় ও বিশ্বকবির জীবনী একসঙ্গে একই ক্যানভাসে ফুটিয়ে তোলার ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। এভাবেই প্রতিটি শিল্পী উজাড় করে দিয়েছেন শ্রদ্ধার্ঘ্য। আর এই দিন থেকেই শুরু করা হল কবিগুরুর ১৬০ তম জন্মদিবস উদযাপন।  সংস্থার নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর কৌশিক ঘোষ বলেন, কবিগুরুর ১৬০ তম জন্মজয়ন্তীকে সামনে রেখে সকল সদস্য মিলে ১৬০ ফুট দৈর্ঘ্যের ক্যানভাসে কবিগুরুর জীবনী ফুটিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে তুলে ধরা হয়েছে রবি ঠাকুরের প্রেম- পূজা- প্রকৃতির বিভিন্ন পর্যায়। এও বলেন, সকল সদস্য ও দর্শকরাও সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন। যদি কোনও রবীন্দ্র অনুরাগী এই ১৬০ ফুট লম্বা ছবির কোলাজ নিতে চান তবে তাঁকে তা দেওয়া হবে। আরও বলেন, পরবর্তী কালে সারা পৃথিবী জুড়ে এই ধরণের কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালবৈশাখীর তাণ্ডবে রাজ্যজুড়ে সাতজনের প্রাণহানি

সোমবার সন্ধ্যায় ঝমঝমিয়ে প্রথম কাল বৈশাখীর বৃষ্টি কলকাতা শহরে

শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সন্দেশখালিতে মিছিল তৃণমূলের

তীব্র দাবদহে নদীয়ার এঁচোড় দেদার রপ্তানি হচ্ছে ভিন রাজ্যে

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

সেলিম কাঁটা উপড়ে ফেলে মুর্শিদাবাদ ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর