এই মুহূর্তে

রাজ্য পুলিশে চালু অনলাইনে বদলির আবেদন, খুশ নিচুতলার আধিকারিক ও কর্মীরা

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারের আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ। রাজ্য পুলিশের(West Bengal State Police) কর্মী থেকে আধিকারিকদের জন্য এবার সুষ্ঠু বদলি নীতি(Transfer Policy) তৈরি করল রাজ্য পুলিশ প্রশাসন। এবার থেকে রাজ্য পুলিশের কর্মী থেকে আধিকারিকেরা নিজেদের বদলির জন্য আবেদন জানাতে পারবেন অনলাইনেই(Online Application)। তার জন্য নির্দিষ্ট পোর্টাল তৈরি করেছে রাজ্য পুলিশ। ডিজির এ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুরনো ব্যবস্থায় কনস্টেবল থেকে সাব ইনসপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মীদের হাতে লিখে বদলির আবেদন করতে হতো সংশ্লিষ্ট জেলায়। নানা ‘বাধা’ কাটিয়ে সেই আবেদন পৌঁছত ভবানী ভবনে পুলিশ ডিরেক্টরেটে। সেখানেও বহুদিন আবেদন পড়ে থাকতো। এবার থেকে সেই পদ্ধতি উঠে যাচ্ছে। পরিবর্তে পোর্টালের মাধ্যমে আবেদন করার রীতি চালু হচ্ছে। তবে যখন খুশি সেই আবেদন করা যাবে না। বছরের মধ্যে মাত্র একবার, শুধুমাত্র ডিসেম্বর মাসে সেই আবেদন করা যাবে নির্দিষ্ট পোর্টালে।

আরও পড়ুন, ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট, কুণালের আক্রমণের পরে পাল্টা পোস্ট মীনাক্ষীর

রাজ্য পুলিশ বাহিনীতে বদলি নিয়ে দীর্ঘদিন ধরেই নিচুতলার কর্মী থেকে আধিকারিকদের মধ্যে ক্ষোভ জমছিল। সেই ক্ষোভের আঁচ পেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। এমনকি তাঁর কার্যালয়ে লিখিত অভিযোগও জমা পড়ে যে, মোটা টাকা ‘দক্ষিনা’ না দিলে বদলি বা পোস্টিংয়ের ফাইল নড়ে না। ভবানীভবন থেকেই নাকি এই বদলির বিষয়টি দু’-একজন আধিকারিক নিয়ন্ত্রণ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই সূত্রেই সামনে আসে, বড়কর্তার ঘনিষ্ঠ হওয়ার সূত্রে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পছন্দের জায়গায় নাকি অনেক পুলিশ কর্মী থেকে আধিকারিক বদলি নিয়ে নেন। এমনকি আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইও নাকি এই বদলি নীতি নিয়ন্ত্রণ করতো টালা থানা থেকে, এমন অভিযোগও সামনে এসেছে। আর তারপরেই এই ঘুঘুর বাসা ভাঙতে মুখ্যমন্ত্রী অনলাইনে বদলির আবেদন নীতি চালুর সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যে আগামী দিনে রাজ্য পুলিশের নিচুতলার কর্মী থেকে আধিকারিকদের ক্ষোভে জল ঢালবে সে নিয়ে কোনও সন্দেহ নেই। তাই তাঁরা এখন থেকেই রীতিমত খুশি এই নয়া নিয়মে।

আরও পড়ুন, অনিকেতের ‘Notorious Criminal’র খেসারত গুনবেন এবার দেবাশিষরা, এল নয়া সংগঠন

রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, eHRMS Portal-এ বদলির আবেদন গ্রহণ করা হবে একমাত্র ডিসেম্বর মাসে। টানা একমাস আবেদন করা যাবে। আবেদন যাতে দীর্ঘদিন পড়ে না থাকে, তাই কতদিনের মধ্যে ফাইল ছাড়তে হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফাইল এসপির কাছে আসার ১০ দিনের মধ্যে তিনি মতামত জানাবেন। একই সঙ্গে তাঁর ওপরের কর্তা অর্থাৎ রেঞ্জের দায়িত্বে থাকা আধিকারিকদের মতামত জানাতে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। মহিলা কনস্টেবলরা ৮ বছর চাকরির পর এবং পুরুষ কনস্টেবলরা ১৫ বছর চাকরির পর নিজের জেলায় বদলির আবেদন করতে পারবেন। Assistant Sub Inspector বা ASI এবং Sub Inspector বা SI’রা এবার থেকে নতুন নিয়ম মেনে তাঁদের কর্মজীবনের অবসরের ৪ বছর আগে নিজের জেলায় বদলির আবেদন করতে পারবেন। সেই সঙ্গে পদোন্নতির পর সংশ্লিষ্ট পুলিশকর্মী পোস্টিংয়ের জন্য তাঁর পছন্দ মতো ৫টি জায়গার কথা বলতে পারবেন। আগে এই ব্যবস্থা আগে ছিল না। ডিজি’র নির্দেশিকায় আরও উল্লেখ আছে, নিজের বিধানসভা এলাকায় কোনও পুলিশ কর্মীকে পোস্টিং দেওয়া যাবে না। কারণ, এনিয়ে অতীতে বারবার প্রশ্ন ওঠায় অস্বস্তিতে পড়তে হয়েছে সরকারকে। কেউ যদি ইচ্ছে প্রকাশের পরও প্রমোশন না নেন, সেক্ষেত্রে কী ব্যাবস্থা নেওয়া হবে, তাও বলে দেওয়া হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদার রতুয়ায় ৫০০ শতাধিক কংগ্রেস কর্মী সহ প্রাক্তন প্রধান যোগ দিলেন তৃণমূলে

বন্ধ কারখানার শ্রমিক আবাসনের ঘর থেকে দুই শ্রমিকের দেহ উদ্ধার

বেলডাঙায় জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে অশান্তিতে ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মহিলার

বঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়বে, জেলায় কুয়াশার প্রভাব থাকবে

জাল ফেলতেই নদী থেকে উদ্ধার তরুণীর বস্তাবন্দি দেহ, ঘনাচ্ছে রহস্য

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার এবার বারাসতের বিজেপি নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর