এই মুহূর্তে




বাংলার এই ক্লাবে জগদ্ধাত্রী পুজোয় এবার শ্রদ্ধা জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিনিধি: জগদ্ধাত্রী পুজো নিয়ে একটি পুরাণের কাহিনী প্রচলিত রয়েছে। মনে করা হয়, মহিষাসুর বধের পর দেবতারা অত্যন্ত উল্লাসিত হয়ে ওঠেন। তাঁরা ভাবতে শুরু করেন যেহেতু দেবী দুর্গা তাঁদেরই সম্মিলিত রূপের প্রকাশ, তাই মহিষাসুর বধ দেবতাদেরই কীর্তি। ব্রহ্মার বরের জন্য প্রয়োজন ছিল একটি নারীদেহের, সেই নারীদেহটুকুই দিয়েছেন মহামায়া। একথা কানে যায় উমার। তিনি তখন দেবতাদের অহং চূর্ণ করতে এবং শক্তি পরীক্ষার জন্য একটি তৃণ খণ্ড ছুড়ে দেন। ইন্দ্র-বায়ু-অগ্নি-বরুণ দেব কেউই সেই তৃণখণ্ড আটকাতে পারেননি। তখন তাদের সামনে আবির্ভূতা হন স্বয়ং জগদ্ধাত্রী। তিনি প্রশ্ন করেন, যে দেবতারা একজন একটি সামান্য তৃণ খণ্ডকে সরাতে পারেন না তাঁরা কিভাবে মহিষাসুরের মতো অসুর বধ করতে পারেন। এভাবেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীকে যিনি ধারণ করে রয়েছেন তিনিই জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর আর চন্দননগর বাংলার দুই গর্বের নাম। মনে করা হয় বঙ্গদেশে জগধাত্রী পুজোর সূচনা হয়েছিল কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে। তাই যার হাতে বঙ্গে জগদ্ধাত্রী পুজোর সূচনা তিনি নিঃসন্দেহে প্রাতস্মরণীয়। কৃষ্ণনগরের বাঘাডাঙা বারোয়ারি ক্লাবের জগদ্ধাত্রী পুজোয় এবার শ্রদ্ধা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই পুজো কমিটির এবারের থিম নারী শক্তি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী। সেই থেকেই এই ভাবনা এসেছে বাঘাডাঙা বারোয়ারি ক্লাবের সদস্যদের মনে।

৬ অক্টোবর বাঘাডাঙা বারোয়ারি ক্লাবের খুঁটি পুজো। চলতি বছর এই ক্লাব ১৭০ বছরে পদার্পণ করল। এই পুজোয় দেবী পরিচিত বাঘা মাহিসেবে। তাদের এবারের থিমে নারী শক্তির আবহ থাকছে গোটা মন্ডপ জুড়ে। শুধু তাই নয়, সেই সঙ্গে থাকবে নানাবিধ আলোর খেলা। দেবীর আরতির সময় একসঙ্গে ১০৮ টি ঢাক বেজে উঠবে, প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোতে নিজেদের অন্যরকম ভাবনায় সাজিয়ে তোলে বাঘাডাঙা বারোয়ারী ক্লাব। তাদের প্রতিমা এবং আলোও এই জন্য চর্চিত হয়। এবারও তেমনটা হবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। চলতি বছর জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগর গেলে এবার অবশ্যই ঘুরে দেখে নিন এই পুজো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ