নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর কলকাতার(Kolkata) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indore Stadium) বসতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) একটি বিশেষ সভা। সেই সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ওই সমাবেশে দলের ত্রিস্তরীয় পঞ্চায়েতের পদাধিকারীদের বড় অংশকেই ডাকা হচ্ছে বলে জানা গিয়েছে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরের তৃণমূলের সমস্ত পদাধিকারীকে এই সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল নেতৃত্বের একাংশের পর্যবেক্ষণ, যেহেতু পঞ্চায়েতে তৃণমূলের জনপ্রতিনিধিদের বড় অংশকে ডাকা হচ্ছে, তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের পদাধিকারীদের কাজকর্ম নিয়ে নির্দিষ্ট বার্তা দিতে পারেন। নতুন আন্দোলন কর্মসূচিও ঘোষণা করতে পারেন। রাজ্যের প্রাপ্য টাকা নিয়ে উৎসবের মরশুম কেটে গেলে ফের তৃণমূল আন্দোলনে যাবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির ঘোষণা হতে পারে বলে দলের একাংশ মনে করছেন। গত সপ্তাহে তৃণমূলের জেলা স্তরের নেতৃত্বের বড় রদবদল করা হয়েছে। তাই নেতাজি ইন্ডোরের সভা থেকে জেলা স্তরে সাংগঠনিক রদবদলের সম্ভাবনা নেই। নেতাজি ইন্ডোরের সভা প্রথমে ১৬ নভেম্বর ডাকা হয়েছিল। তবে ইডেনে বিশ্বকাপের খেলা থাকার কারণে সেই সূচি বদল করা হয়। চলতি সপ্তাহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শুরু হচ্ছে। সেই কারণে ২৩ তারিখের সভার দিন বদল হতে পারে কি না, তা নিয়ে তৃণমূল নেতাদের একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছিল।
যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২৩ তারিখ নেতাজি ইন্ডোরে নির্ধারিত সময়েই দলীয় সভা হতে চলেছে। নতুন করে সূচি বদলের কোনও খবর নেই। তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে দলের সব নেতাদের নিয়ে এই সভা হচ্ছে, তাই ভোটের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট বার্তা দিতে পারেন। একাধিক সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান পদে যেহেতু নতুন নেতৃত্ব এসেছেন, তাঁদের উদ্দেশেও অভিষেক বার্তা দিতে পারেন বলেও দলের একাংশের বক্তব্য। আগামী ২৪ নভেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। সেই কারণে তৃণমূলের সমস্ত বিধায়করা-ও এই সভায় থাকবেন। তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বকেও উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।