এই মুহূর্তে




আদিবাসী তরুণী খুনের ঘটনায় গ্রেফতারির পরেও হাইকোর্টে জনস্বার্থ মামলা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: প্রাক স্বাধীনতা দিবসের(Pre Independence Day) রাতে পূর্ব বর্ধমানের(Purba Burdwan) নান্দুরে খুন হয়েছিলেন এক আদিবাসী তরুণী(Tribal Lady Murdered)। সেই ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছিল উত্তেজনা। বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে সব্জি ক্ষেতের পাশ থেকে উদ্ধার হয় তাঁর নগ্ন দেহ। অভিযোগ উঠেছিল গণধর্ষণের পরে তাঁকে খুন করা হয়েছে গলার নলি কেটে। যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে আদিবাসী সমাজেরই এক যুবককে গ্রেফতার করেছে। এমনকি গতকাল অর্থাৎ শনিবার রাতে তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার পুনর্নিমাণের সময় খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার হয়েছে। উদ্ধার হয় তরুণীর পরনের জিন্স ও টি-শার্টও। অথচ তরুণীর পরিবারের দাবি, পুলিশ যথাযথ তদন্ত করছে না। গণধর্ষণের তদন্ত না করে তাঁরা খুনের মামলার তদন্ত করছে। যে যুবককে গ্রেফতার করা হয়েছে তাঁকে ওই তরুণীর পরিবার চেনেন না বলেই দাবি করেছেন। আর তাই ঘটনার যথাযথ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা(PIL) দায়ের করলেন তাঁরা। আগামী বৃহস্পতিবার ওই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, বেআইনি নির্মাণ রুখতে KMC’র কড়া আইনের খসড়া গেল পুর-নগরোন্নয়ন দফতরে

জানা গিয়েছে, আদিবাসী তরুণী খুনের ওই ঘটনার পর থেকেই পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু আদিবাসী এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। হয়েছিল পথ অবরোধের মতো ঘটনাও। তার জেরেই ঘটনাটির তদন্তে বিশেষ ভাবে জোর দেয় পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। তদন্তের জন্য গঠন করা হয় Special Investigation Team বা SIT। ঘটনার ৯ দিনের মাথায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অজয় টুডু নামে বছর সাতাশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তারপরেই সাংবাদিক বৈঠক করে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছিলেন, ‘পূর্ব মেদিনীপুরের বাড়ি থেকে মেয়েটির বাড়িতে দেখা করতে গিয়েছিল ধৃত যুবক। সেখানে দু’জনের মধ্যে বচসা হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে বচসার জেরেই তরুণীর গলা কেটে খুন করে অভিযুক্ত।’ তিনি এটাও জানান, মৃত তরুণী ও ধৃত উভয়েই বেঙ্গালুরুতে কাজ করতেন। সেখান থেকে তাঁরা এক সঙ্গেই রাজ্যে ফিরেছেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুনের ঘটনা ঘটে। দুই বছর আগে বেঙ্গালুরুর একটি শপিং মলে কাজ করতেন ওই তরুণী। সেখানেই থাকাকালীন সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে ওই তরুণীর সঙ্গে আলাপ হয় অজয়ের। তা থেকেই প্রেম। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে চাইছিলেন ওই তরুণী। গত ১২ অগস্ট তিনি গ্রামে ফিরেছিলেন আর ১৪ তারিখ রাতে তিনি খুন হন।

আরও পড়ুন, নবান্ন অভিযানের দিন গণপরিবহণ সচল রাখতে বাড়তি উদ্যোগী পরিবহণ দফতর

এখন তরুণীর বাবা-মা পুলিশের তদন্ত সঠিক পথে চলছে বলে মনে করছেন না। তরুণীর মায়ের দাবি, ‘আমি চাই মেয়ের খুনির ফাঁসি হোক। কিন্তু পুলিশ যাকে ধরেছে তাকে আমরা কেউ চিনিনা। মেয়ে কোনওদিন অজয় টুডুর নাম করেনি। আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হোক।’ তরুণীর বাবা অবশ্য পুলিশি তদন্তে আস্থা না রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং মেয়ের খুনের জন্য সুবিচার চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী দেবপ্রিয় সামন্ত। তিনি জানিয়েছেন, তফসিলি জাতি ও জনজাতি আইনের ধারা প্রয়োগ না করে তদন্ত করছে পুলিশ। যাকে ধরা হয়েছে সে ওই গ্রামের কেন আশেপাশের এলাকার বাসিন্দাও নয়। মৃতা কোনওদিন যুবকটির সম্পর্কে কাউকে কিছুই জানায়নি। তাই আমার মক্কেল চাইছেন, ওই ঘটনায় তফসিলি জাতি ও জনজাতি আইনে মামলা দায়ের করে তদন্ত করুক পুলিশ। ওই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া যায় কি না আদালতকে তা বিবেচনা করতে বলব। কারণ, পুলিশি তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। যদিও পুলিশের এখনও দাবি, ঘটনার তদন্ত সঠিক পথেই এগিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দননগরে ৬৯ টি জগদ্ধাত্রী পুজো কমিটি নিরঞ্জন শোভাযাত্রায় আলোর খেলা দেখাল

উত্তরপ্রদেশ ও বিহার থেকে মাফিয়া ও গুন্ডারা পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়েছে: দিলীপ ঘোষ

চিকি‍ৎসার জন্য ৩ হাজার টাকা তোলা দাবি নার্সের! প্রসূতিকে মারধরে অভিযুক্ত চিকি‍ৎসক

স্বরূপনগরের অপহৃত ছাত্রীকে টানা ৯দিন পর মুর্শিদাবাদ থেকে উদ্ধার করল পুলিশ

কাঁথিতে আয়ুর্বেদ হসপিটালের নিয়মান বিল্ডিং – এর ৩ তলা থেকে প্রথম বর্ষের ছাত্রীর ঝাঁপ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর