এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ক্যানিং হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রফিকুল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ক্যানিংয়ের(Canning) গোপালপুর(Goplapur) এলাকায় ৩জন তৃণমূল(TMC) কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল। গত ৭ জুলাই ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কচুয়া পার্ক এলাকায় প্রকাশ্য দিবালোকে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে খুন করা হয় গোপাল্পুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি ও তাঁর দুই অনুরাগী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক। ঘটনার দিন তাঁরা একটি বাইকে করে গোপালপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে আসছিলেন ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে। কিন্তু পথেই তাঁদের বাইক থামিয়ে হামলা চালানো হয়। প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয় তাঁদের। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ যেমন জানতে পারে ঘটনার মূল মাস্টারমাইন্ড রফিকুল হাসান তেমনি এটাও সামনে আসে গোপাল্পুর পুলিশ(Police) ফাঁড়ির কর্মীদের হাত করে রফিকুল ওই এলেকায় কীভাবে তার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছিল। সেই রফিকুলকেই এবার গ্রেফতার করতে সমর্থ হল পুলিশ। কেরলের(Keral) কোঝিকোড়(Kozhikode) থেকে গ্রেফতার করে এবার রফিকুলকে ট্রান্সজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসছেন পুলিশের আধিকারিকেরা। 

গোপালপুরে খুনের ঘটনার পরেই রফিকুলের নাম উঠে এসেছিল মূল অভিযুক্ত হিসাবে। একই সঙ্গে সেই সময় থেকেই সে গা ঢাকা দেয়। খুন হওয়া স্বপন মাঝির পরিবার ও অনুগতরা তার জেরে রফিকুলের বাড়িতে ভাঙচুরও চালায়। কিন্তু রফিকুলের সন্ধান পাওয়া যাচ্ছিল না কোথাও। শেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কেরল থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার সন্ধানে একযোগে তল্লাশি চালাচ্ছিল বারুইপুরের স্পেশাল অপারেশন গ্রুপ ও ক্যানিং থানার পুলিস। নজর রাখা হচ্ছিল পরিবারের সদস্য ও আত্মীয়দের ফোনেও। মোবাইলের সূত্রে ধরেই জানা যায়, কেরালায় রয়েছে রফিকুল।

গোপালপুরের খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল রফিকুল। এই কাজের প্রতিবাদ করেছিলেন তৃণমূল নেতা স্বপন মাঝি। তার জেরেই স্বপনবাবুকে খুনের সিদ্ধান্ত নিয়েছিল রফিকুল। ঘটনার কয়েক দিন আগেই খুনের পরিকল্পনা করা হয়েছিল। ওই খুনের ঘটনার পরে পুলিশের হাতে রফিকুলের এক স্যাঙাত আফতাফউদ্দিন ধরা পড়ে পুলিশের হাতে কুলতলি থেকে। তাকে জেরা করেই এই খুনের ঘটনা নিয়ে অনেক কিছু জানতে পারে পুলিশ। এই আফতাউদ্দিনই ঘটনার দিন স্বপন মাঝিদের অনুসরণ করছিল এবং আততায়ীদের লোকেশন জানিয়ে দিচ্ছিল! তার দেওয়া খবরের ভিত্তিতেই রাস্তায় স্বপনবাবুর বাইক থামিয়ে তাঁর ও তাঁর ২ সঙ্গীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। আর সবটাই করা হয়েছিল এই রফিকুলের নির্দেশে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর