এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Colon Cancer প্রতিরোধী ভ্যাকসিনের নকশা প্রস্তুত

নিজস্ব প্রতিনিধি: প্রাণহানির দিকে বিচার করলে Colon Cancer বিশ্বের দ্বিতীয় ভয়ঙ্কর ক্যান্সার। বেশিরভাগ Colon Cancer-এর ক্ষেত্রে Fuso Bacterium Nucleatum নামক ব্যাকটিরিয়াকে দায়ী ধরা হয়। এখানকার জীবনযাত্রা ও পরিবেশের জেরে দেখা যাচ্ছে বিশ্বজুড়েই Colon Cancer’র দাপট বেড়ে গিয়েছে অনেকটাই। আর এই ক্যান্সার বেশি করে ছড়িয়ে দিতে বড় ভূমিকা পালন করছে Fuso Bacterium Nucleatum ব্যাকটিরিয়া। কোনও ভাবে তার সক্রিয়তা নিয়ন্ত্রণ করা গেলে বহু মানুষকে এই মারণ ক্যান্সার থেকে বাঁচানো সম্ভব। এবার সেই ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য ও Colon Cancer’র প্রতিরোধ গড়ে তুলতে Vaccine’র নকশা প্রস্তুত হল বাংলার বুকেই। নেপথ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার Kazi Nazrul University’র Animal Science বিভাগ। তাঁরাই তৈরি করে ফেলেছেন Colon Cancer প্রতিরোধী ভ্যাকসিনের নকশা। তাঁদের এই উল্লেখযোগ্য গবেষণাকে স্বীকৃতি দিয়েছে American Society for Virology তাঁদের ‘Vaccine’ জার্নালে ঢালাও করে প্রকাশ করেছে।  

আরও পড়ুন কেষ্ট নেই তো কী হয়েছে, ‘বিশ্ব বাংলা’র কুপনেই চলছে বালি পাচার

জানা গিয়েছে, Kazi Nazrul University’র Animal Science বিভাগের অধ্যাপক সুপ্রভাত মুখোপাধ্যায় ও তাঁর দুই গবেষক পড়ুয়া সোমরিতা পদ্ম ও ঋতিক পাত্রকে নিয়ে আসানসোল-দূর্গাপুর শিল্পাঞ্চলের মানুষদের মধ্যে Colon Cancer’র প্রকোপ নিয়ে গবেষণা শুরু করেছিলেন। সেই গবেষণায় সহযোগী হিসাবে ছিলেন D Y Patil International University’র পার্থসারথি সেনগুপ্ত এবং Indian Institute of Science Education and Research, Berhampur প্রতিষ্ঠানের সরোজকুমার পদ্ম ও মলককুমার রানা। UGC’র স্ট্রাইড প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের স্থানীয় এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষার কাজ করেন তাঁরা। শিল্পাঞ্চলের মানুষের স্বাস্থ্যের খুটিনাটি তথ্য সংগ্রহ করেন তাঁরা। সেই তথ্যে দেখা যায়, এলাকার মানুষের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ব্যাপক। পাশাপাশি শ্রমিকশ্রেণির মানুষদের সময় মতো প্রাতঃক্রিয়া সম্পন্ন না করার অভ্যাস। দু’টি কারণই Colon Cancer হওয়ার প্রবণতাকে কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। সেখানে সক্রিয় ভূমিকা নিচ্ছে Fuso Bacterium Nucleatum। কোনও ভাবে এই ব্যাকটেরিয়ার সক্রিয়তা নিয়ন্ত্রণ করা গেলে বহু মানুষকে এই মারণ ক্যান্সার থেকে যে বাঁচানো সম্ভব সেটাও বুঝেছিলেন গবেষকেরা।

আরও পড়ুন প্রতি বুথ থেকে ৩টি করে নাম, মাথায় হাত বঙ্গ বিজেপির

এরপরেই শুরু হয় সেই মহার্ঘ্য কাজ। মানে Fuso Bacterium Nucleatum ব্যাক্টেরিয়াকে নিয়ন্ত্রণ এবং Colon Cancer প্রতিরোধ করার Vaccine নকশা উদ্ভাবনের কাজ। গবেষকদের দাবি, ‘শিল্পাঞ্চলের মানুষের মধ্যে Colon Cancer হওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া বাংলা তথা দেশ এবং বিশ্বজুড়েই বাড়ছে Colon Cancer’র প্রকোপ। এখানকার জীবনযাত্রা ও পরিবেশের জেরে Colon Cancer হওয়ার প্রবল সম্ভবনা তৈরি হয়েছে সর্বত্রই। এই নয় যে যারা শুধুমাত্র কায়িক শ্রমের কাজ করেন কেবলামাত্র তাঁরাই এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। যারা তথ্যপ্রযুক্তির শিল্পের সঙ্গে জড়িত এবং ফাস্টফুডে অভ্যস্থ তাঁরাও এই ক্যান্সারের শিকার হচ্ছেন। তাই এই ক্যান্সার ঠেকানোর প্রতিষেধক বার করা আমাদের কাছে খুব গুরুত্বপূরড়ণ হয়ে উঠেছিল। আমরা এমন একটা ভ্যাকসিন ডিজাইন প্রস্তুত করেছি যা এই ব্যাকটেরিয়া দমনে কার্যকর ভূমিকা নেবে। এই ভ্যাকসিন বাজারে এলে বহু মানুষ ক্যান্সারের মারণ আঘাত থেকে রক্ষা পাবেন। এই গবেষণা মানব জীবনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গবেষণা করে আমরা সেই প্রতিষেধক ভ্যাকসিনের নকশা তৈরি করতে সমর্থ হয়েছি। পুরো গবেষণাটি হয়েছে Kazi Nazrul University’র Animal Science বিভাগের Integrative Biochemistry and Immunology Laboratory-তে। সীমিত পরিকাঠামোর মধ্যেই এই কাজ করা হয়েছে।’

আরও পড়ুন বলাগড়ে তৈরী হবে মিনি বন্দর, জায়গা পরিদর্শনে কলকাতা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান

গবেষক সুপ্রভাত মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘আমরা Fibroblast Ativation Protein’র Sequence থেকে ভ্যাকসিনটি প্রস্তুত করেছি যা মানুষের দেহে থাকা Human Toll Like Receptor-কে সক্রিয় করে। পরবর্তী ক্ষেত্রে তা Immune Cells-কে সক্রিয় করছে, Antibody’ও প্রস্তুত করছে। এই ভ্যাকসিনের নকশা দিয়ে ভ্যাকসিন প্রস্তত করে তা সস্তায় বাজারে এলে বহু মানুষ Colon Cancer থেকে মুক্তি পাবেন। ভ্যাকসিনটির নকশাই সেই ভ্যাকসিনের ব্যাকবোন। করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও নকশা প্রস্তুত করাই ছিল বড় চ্যালেঞ্জ। বাজারে যেভাবে Uterus Cancer-কে আটকানোর জন্য ভ্যাকসিন এসেছে সেই ভাবে এই নকশাকে কাজে লাগিয়ে দ্রুত বাজারে ভ্যাকসিন আসবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

গরমে ভিড় সামাল দিতে দিঘা পর্যন্ত বিশেষ ট্রেন পূর্ব রেলের

‘উত্তরবঙ্গের ভোটে দুষ্টুমি হচ্ছে! আমি খবর পাচ্ছি’, অভিযোগ মমতার

ভোট মিটলেই দুয়ারে সরকার, ঘোষণা মমতার, নজরে রেশন কার্ড

নির্বাচন কমিশনের নির্দেশে নাকা চেকিং ইংলিশ বাজারে, ধরা পড়লো প্রচুর পরিমাণ মদ

বোলপুরে যুবকের সঙ্গে প্রণয়ের জের, গৃহবধূর মাথার চুল কেটে ঘরছাড়া করলেন গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর