24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:12 am
নিজস্ব প্রতিনিধি: মুক্তমঞ্চ। মানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সেমিনার-সমস্ত আয়োজনই হবে খোলা আকাশের নিচে। এ যেন বদ্ধ পরিবেশ থেকে মুক্তি। সেই মুক্তির স্বাদ নিয়ে সকলে জমায়েত হয়ে খোলা আকাশের নিচে তুলে ধরবে নিজেদের প্রতিভা। এও এক মানসিক বিকাশ। নদিয়া জেলার শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস হাই স্কুলে এমনই একটি মুক্ত মঞ্চ ছিল। তবে উপযুক্ত সংস্কারের অভাবে তা ব্যবহারযোগ্য ছিল না। সেই মুক্তমঞ্চের সংস্কার হল।
নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত ‘শিমুরালি উপেন্দ্র বিদ্যাবন ফর গার্লস হাই স্কুল’। ওই স্কুলের (SCHOOL) প্রধান শিক্ষিকা’র বাবা-মা প্রয়াত হয়েছেন দীর্ঘদিন। তাঁদের স্মৃতি রক্ষার্থে মুক্তমঞ্চ সংস্কার করলেন প্রধান শিক্ষিকা। তারপরে হল আনুষ্ঠানিক উদ্বোধন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, জেলা পরিষদের সদস্য তীব্র জ্যোতি দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জাকির হোসেন মণ্ডল। উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ সরকার, চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী দাস সহ প্রমুখ। তাঁদের প্রত্যেককে যথাযথ মর্যাদায় বরণ করে নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মুক্তমঞ্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু সহ বিশিষ্টজনরা। মুক্তমঞ্চ পেয়ে আপ্লুত পড়ুয়ারা।