-273ºc,
Friday, 9th June, 2023 3:31 am
নিজস্ব প্রতিনিধি,শক্তিগড়: শনিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে জাতীয় সড়কের ওপর কয়লা মাফিয়া রাজু ঝাকে(Raju jha) খুন করার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পুলিশ সূত্রে খবর ঘটনা ঘটার পরেই পূর্ব বর্ধমানের পুলিশ জানতে পারে আততায়ীরা যে গাড়ি করে এসে এই হামলা চালিয়েছিল সেই গাড়িটি শেখ আব্দুল লতিফের। এই আব্দুল লতিফকে ঘটনা ঘটার পর ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে(Video Footage) দেখা যায় তিনি কানে ফোন দিয়ে ওই গাড়িটির সামনে ঘোরাঘুরি করছেন।
অথচ এই আব্দুল লতিফ সিবিআই এর খাতায় পলাতক। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ আব্দুল লতিফ(Abdul Latif) এমনটাই দাবি সিবিআই এর। শনিবার রাতে পূর্ব বর্ধমানের পুলিশ অফিসাররা পলাতক আব্দুল লতিফ শক্তিগড়ে এসেছিল এই খবর পাওয়ার পর তার সন্ধানে বিভিন্ন তল্লাশি করে কিন্তু সে গা ঢাকা দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শনিবার রাতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ’ থেকে গুলি করে খুন ‘ করা হয় কয়লা মাফিয়া রাজেশ ঝা ওরফে রাজুকে। পর পর ছয় থেকে সাতটা গুলি ছোড়া হয়।গুলিবিদ্ধ হন রাজুর এক সঙ্গী ব্রতীন মুখার্জিও। শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে(Shaktigar)।
খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। শক্তিগড় থানার পুলিশ এসে গুলিবিদ্ধ ব্যক্তি ও তাঁর সঙ্গীদের অনাময় হাসপাতালে নিয়ে যায়। সেখানে গুলিবিদ্ধ রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিন দুর্গাপুরের দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন রাজেশ ঝা। চালক ছাড়াও আরও দুইজন ছিলেন গাড়িতে। শক্তিগড়ে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করছিলেন তাঁরা। সেই সময় নীল রঙের একটি চারচাকা গাড়ি এসে থামে ওই গাড়ির পাশে। কয়েকজন নেমে এসে পর পর গুলি চালায়। রাজু গাড়িতেই লুটিয়ে পড়েন। পিছনের সিটে থাকা রাজুর সঙ্গী পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর ডানহাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এরপর দুষ্কীতারা কলকাতার(Kolkata) দিকে গাড়ি ছুটিয়ে পালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ৬-৭টি গুলির শব্দ পাওয়া গিয়েছে।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিংহরায়, ডিএসপি রাকেশকুমার চৌধুরি, পুলিশ সুপার(SP) কামনাশীষ সেন ঘটনাস্থলে পরিদর্শন করেন। তারপরেই ঘটনাস্থলে স্থানীয় দোকানে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে পুলিশ। তবে সিবিআই এর কাছে গরু পাচার কান্ডের পলাতক শেখ আব্দুল লতিফ এই খুনের সঙ্গে কিভাবে যুক্ত সেই ব্যাপারটি এবার খতিয়ে দেখছে পুলিশ।