এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙনে ২৫টি বাড়ি তলিয়ে গেল

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন। বৃহস্পতিবার ভোর রাত থেকে গঙ্গা ভাঙ্গনের গর্ভে তলিয়ে গেলো ২০ থেকে ২৫ টি বাড়ি। তলিয়ে গিয়েছে কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী। গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে দীর্ঘদিনের মাটির বাঁধ। বাড়িঘরের যাবতীয় আসবাব পত্র গঙ্গায় পড়ে গেলেও ঘুম থেকে জেগে কোনরকমে প্রাণে বেচেঁছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের(Shamsherganj) উত্তর চাঁচন্ড গ্রামজুড়ে। ভাঙ্গনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় কয়েক’শ’ পরিবার। নিজ নিজ সামগ্রী নিয়ে পালানোর হিড়িক পড়েছে গ্রামজুড়ে।

রাতের অন্ধকারে এমন ভয়াবহ গঙ্গা ভাঙ্গনের আতঙ্কে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর চাঁচন্ডতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়। চোখের নিমিষেই তলিয়ে যায় গঙ্গা তীরবর্তী এলাকায় ২০ থেকে ২৫টি বাড়ি। বাড়ি ছেড়ে জীবন বাজি রেখে কোনরকমে বেড়িয়ে আসতে সক্ষম হন পরিবারের সদস্যরা। ভোর রাত থেকে ভয়াবহ ভাঙ্গন শুরু হতেই এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বাড়ি ঘর থেকে যা যা সামগ্রী রয়েছে তা নিয়ে অন্যত্র পালাতে শুরু করেন সাধারন মানুষ। উত্তর চাঁচন্ড গ্রামের(Uttar Chachando Village) মত ঘনবসতিপূর্ন এলাকায় ভাঙ্গন ঘিরে গ্রামজুড়ে হাহাকার আর উদ্বেগের সৃষ্টি হয়েছে। গঙ্গা ভাঙনের খবর পেয়ে সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে যান সামসেরগঞ্জের বিধায়ক(MLA) আমিরুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে উত্তর চাঁচন্ড গ্রামে ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরী কালীন ভাবে খাবারের বন্দোবস্ত করা ও তাদের বাসুদেবপুর হাইস্কুলে রাখার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মইমুর হোসেন ওরফে সিধু, পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম, প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন, প্রতাপগঞ্জ পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি মহম্মদ রফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার ভোর রাত থেকে ভয়াবহ গঙ্গা ভাঙ্গন শুরু হয় সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে। ভাঙ্গনের গর্ভে তলিয়ে যায় ২০ থেকে ২৫টি বাড়ি। তলিয়ে যায় কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী। গঙ্গা(Ganga) গর্ভে বিলীন হয়ে যায় দীর্ঘদিনের মাটির বাঁধ। ঘুম থেকে উঠে কোনরকমে পালিয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এলাকাজুড়ে। বিষয়টি জানতে পেরে ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ ও এলাকা পরিদর্শনে যান সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

রবিবার থেকে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি, সোমবার ভিজতে পারে কলকাতা

‘উনি কেন এখনও ফর্ম ফিলাপ করেননি?’, নাম না করে শান্তনুকে CAA খোঁচা মমতার

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মিজানুর রহমানের বিরুদ্ধে জমি হাতানোর অভিযোগ

‘এখন থেকে আমি আর মোদিবাবুর নাম নেব না, বড্ড মিথ্যে কথা বলেন’

বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেই মৃত্যু মাধ্যমিক উত্তীর্ণ  ছাত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর