এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

২৬ জুন নির্বাচন শিলিগুড়ি মহকুমা পরিষদে, ভোট ৬ পুরআসনেও

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন দ্রুত ভোট করানো হবে পাহাড়ের জিটিএ(GTA) বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন্সস্ট্রেশনে। সেই সঙ্গে ভোট করানো হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও(Siliguri Mohokuma Parishad)। সেই মতো মঙ্গলবারই জানিয়ে দেওয়া হয় যে আগামী ২৬ জুন ভোট হবে পাহাড়ের জিটিএ’র নতুন বোর্ড গঠনের জন্য। বুধবার আবার রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) জানিয়ে দিল, ওই একই দিনে ভোট হবে শিলিগুড়ি মহকুমা পরিষদেও। সেই সঙ্গে ভোট হবে দক্ষিণবঙ্গের দুটি পুরসভার দুটি ফাঁকা আসনেও। ঝালদা(Jhalda) পুরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটি(Panihati) পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত একই দিনে দুষ্কৃতীর গুলিতে খুন হন। ওই দুই আসনেই উপনির্বাচনে ভোট নেওয়া হবে ২৬ জুন। পাশাপাশি ভাটপাড়া, দমদম ও দক্ষিণ দমদম পুরসভারও ১টি করে ওয়ার্ডে ভোট হবে। সেই সঙ্গে ভোট হবে চন্দননগর পুরনিগমেরও একটি ওয়ার্ডে।

পাহাড়ের রাজনীতি এখন নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের একচেটিয়া আধিপত্যের মধ্যে নেই। কিন্তু জিটিএ নির্বাচনে যারাই ভোটে জিতনে তাঁরাই পাহাড়ে পায়ের নীচে শক্ত মাটি পেয়ে যাবে। গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ ও বিজেপি এই নির্বাচনে অংশ না নেওয়ার কথাই জানিয়েছে। এমনকি ভোট ঠেকাতে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং নিজে এদিন থেকে আমরণ অনশনও শুরু করেছেন। যদিও জিটিএ ভোট যে হচ্ছেই সেটাই এদিন রাজ্য নির্বাচন কমিশন কার্যত পরিষ্কার বুঝিয়ে দিল একইদিনে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট ফেলে দিয়ে। ২০২০ সালেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কোভিডের জন্য সেখানে ভোট করানো যাচ্ছিল না। কিন্তু এবার সেখানেও ভোট হবে। ২৬ জুন ওই পরিষদের ৯টি আসনে, পরিষদের মধ্যে থাকা ৪টি ব্লকের ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে এবং ৪টি ব্লকে ছড়িয়ে থাকা মোট ২২টি গ্রাম পঞ্চায়তের ৪৬২টি আসনে এই নির্বাচন হবে।

১৯৮৯ সালে বাম জমানায় দার্জিলিং জেলার ৪টি ব্লকের ২২ টি গ্রাম পঞ্চায়ত নিয়ে তৈরি হয় ত্রিস্তরীয় শিলিগুড়ি মহকুমা পরিষদ যার ক্ষমতা জেলা পরিষদের মতোই। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি এই ৪টি ব্লক নিয়ে গড়ে ওঠে এই মহকুমা পরিষদ। প্রথম দিন থেকেই এই মহকুমা পরিষদ রয়েছে বামেদের দখলে। এবার কিন্তু বামেদের হাত থেকে পরিষদের ক্ষমতা ছিনিয়ে নিতে আশাবাদী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর সেই সূত্রেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন এবার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। ২৬জুন ভোট হবে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড ও পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডেও। কেননা তপন কান্দু মারা যাওয়ার পরে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডটির কোনও নির্বাচিত জনপ্রতিনিধি ছিল না। একই অবস্থায় হয় পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডেও। এই দুই ওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল কী হয় সেই দিকে তালিয়ে থাকবে বাংলা। একই সঙ্গে ওই একই দিনে ভোট হবে চন্দনগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে এবং ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডেও। এই সব কটি ভোটের জন্য আগামী ২৭ মে বিজ্ঞপ্তি জারি হবে। ২৯ জুন হবে ভোটের গণনা ও ফল প্রকাশ।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর