এই মুহূর্তে




SIR আবহে সোমবার অভিষেকের মেগাবৈঠক! কী নিয়ে আলোচনা?

নিজস্ব প্রতিনিধি : ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে। এসআইআর আবহে এবার মেগা বৈঠকের আয়োজন করেছে তৃণমূল। আগামী সোমবার (২৪ নভেম্বর) ভার্চুয়াল মেগা বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, দলের সংসদ, বিধায়ক সহ সব স্তরের নেতাদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। এসআইআর করার পিছনে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে থাকার অভিযোগ তুলছে তৃণমূল। তৃণমূল মনে করছে, এসআইআর-এর মাধ্যমে প্রচুর ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রথম দিক থেকেই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন একটি বৈধ ভোট বাদ গেলে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে। সবকিছুর মধ্যে এবার মেগা বৈঠকের আয়োজন করতে চলেছে তৃণমূল। দলের সংসদ বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারী সহ মোট ১০ হাজারের বেশি নেতাদের নিয়ে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। জেলায় জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করতে কি করতে হবে এবং এসআইআর আবহাওয়া নেতারা সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও নিয়ে আলোচনা হবে।

পাশাপাশি মঙ্গলবার এসআইআর-র প্রতিবাদে বনগাঁয় প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের ভার্য়ুয়াল বৈঠকেও মতুয়া অধ্যুষিত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে। শুরু থেকেই তৃণমূল SIR-র বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে তৃণমূল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজপথে হাঁটতে দেখা গিয়েছিল অভিষেককে। সেদিনও এসআইআর-র নামে প্রতিবাদ জানানো হয়েছে। এবার এসআইআর আবহে ভোটের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পথে এগোচ্ছে ঘাসফুল শিবির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কালির আঁচড়টুকু নেই কারও পেটে, ৮৭১ জন গ্রামবাসীর SIR ফর্ম একাই পূরণ করলেন পঞ্চায়েত সদস্য

SIR-এর প্রতিবাদে ফের পথে মমতা

২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই, SIR আতঙ্কে কোলাঘাটে মৃত্যু ৮৩ বছরের বৃদ্ধার

সোমবার নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি

বরানগরে পরিবহণকর্মীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণরক্ষা

কলকাতা সহ রাজ্য জুড়ে ভূমিকম্প, কম্পাঙ্ক ৫.৭, আতঙ্কে রাস্তায় মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ