এই মুহূর্তে




জোড়া ঘূর্ণাবর্ত, বর্ষা বিদায়ের মুখে শনিবার রাজ্যে ৮ জেলায় বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: খুব তাড়াতাড়ি ছুটি নিতে চলেছে বর্ষা। রবিবারেই মৌসুমী বায়ু বিদায় নিতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দুতিন দিন দেরি হলেও অবশেষে বর্ষা বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তারমধ্যেই দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে উত্তরবঙ্গে এবং আগামী শনিবার দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায়ের পথ প্রশস্ত হয়েছে। রাজ্য থেকে বিদায় নেওয়ার আগে কোথাও অতি ভারী বৃষ্টিপাত ঘটবে না। তবে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া জোড়া ঘুনাবর্তের কারণে কিছু পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। এর ফলে দক্ষিণবঙ্গের আর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে কলকাতার আবহাওয়ার বদল হবে। ভোরের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে এই মুহূর্তে তাপমাত্রা খুব বেশি নামবে না।

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। রবিবার তেমনভাবে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী সতর্কতার সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে।পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। মঙ্গলবার ও বুধবারের মধ্যে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।শনিবার শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দামোদর নদী থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, টোটো চালকের অভিযোগ থানায়

অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মেট্রোয় গোলযোগ, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত ব্যহত পরিষেবা

বিদ্যাসাগর সেতু একটানা ৯ ঘন্টা বন্ধ শনি ও রবিবার, মেরামতির জন্য

ভেসেছে ঘর, সদ্যোজাতকে নিয়ে নার্সিংহোমেই প্রসূতি, চাঁদা তুলে মেটানো হল বিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ