নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এক ব্যক্তিকে খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের ৩নং এলাহাবাদ অঞ্চলের চারগীপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ওই এলাকার বাসিন্দা অনুপ সরকারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাড়ির সদস্যরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠান বংশীহারী থানার পুলিশ।
মৃত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক। ইতিমধ্যেই ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বংশীহারী থানা পুলিশ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। খুন নাকি আত্মহত্যা ঠিক কি কারণে
অনুপবাবুর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে।পাশাপাশি তদন্তও শুরু করেছে পুলিশ।
মৃতের ভাই উত্তম সরকার এই ঘটনা প্রসঙ্গে জানালেন যে, তাঁর বৌদির দীর্ঘ এক বছর ধরে এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জেরেই তাঁর দাদাকে খুন করা হয়েছে। প্রথমে তাঁকে কিছু খাইয়ে খুন করা হয়েছে, শেষে তাঁর মৃতদেহ ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমনটাই মনে করছেন অনুপবাবুর ভাই।