-273ºc,
Friday, 9th June, 2023 2:51 am
নিজস্ব প্রতিনিধি: পুলিশি বাধার মুখে পড়লেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সকালে তিনি হাওড়ার শিবপুরে যাওয়ার সময় বাধা পান। তা নিয়েই ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDAR)। পুলিশের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। তাই বাধা দেওয়া হয়েছে।
একটু বেলা করে অবশ্য পুলিশি বাধা উপেক্ষা করে এলাকায় যেতে পেরেছিলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। তার আগে শান্তা সিংহ মোড়ে দাঁড়িয়ে এক শীতলা মন্দিরে পুজোও দেন তিনি। তাঁকে বাধা দেওয়া প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর প্রশ্ন, রাজ্যের মন্ত্রী অরূপ রায়কে তাহলে কেন বাধা দেওয়া হয়নি? বলেন, তিনি গেলে যদি পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকে তবে মন্ত্রী গেলেও সেই আশঙ্কা থাকে। আরও বলেন, মন্ত্রী মার খাচ্ছেন। কাল ওঁর গাড়ি ভাঙা হয়েছে। ওঁর লোকজন মার খাচ্ছেন। বলেন, মন্ত্রীকে জিজ্ঞাসা করুন তাঁর হাত কী করে কেটেছে? পেঁয়াজ কাটতে গিয়ে?
সুকান্তের জবাব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (KUNAL GHOSH)। তিনি বলেন, রাজ্যের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বলে তিনি এলাকায় পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। অভিযোগ তুলে বলেন, যে দল রামনবমীর দিন গণ্ডগোল করে সেই দলের রাজ্য সভাপতি যাচ্ছেন ওই এলাকায়, এটাই অস্বাভাবিক। তাঁর কটাক্ষ, ওঁ হয় দেখতে গিয়েছে পরিকল্পনা সফল হয়েছে কি না, আর না হলে গিয়েছেন প্ররোচনা দিতে।