এই মুহূর্তে




মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: দাবি দীর্ঘদিনের। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট মহকুমার(Basirhat Sub Division) একদম উত্তর প্রান্তে রয়েছে এই মহকুমার অধীনে থাকা স্বরূপনগর ব্লক। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে থাকা এই ব্লকে নেই কোনও রেললাইন। বহু বছর ধরে স্বরূপনগর ব্লকের মানুষের দাবি, দেশের রেল মানচিত্রে যুক্ত করা হোক এই এলাকাকে। রেল যোগাযোগ ব্যবস্থা চালু হলে তাঁদের যাতায়াত সমস্যার সুরাহা হবে। এ বার রেল কর্তৃপক্ষ মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত লাইন(Machhalandapur Swarupnagar Rail Project) তৈরি করতে পদক্ষেপ করেছে। পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা বনগাঁ শাখার মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা এবং মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, এটি চূড়ান্ত সমীক্ষা এবং মাটি পরীক্ষার কাজ। রেলপথটি ১৪.৩০ কিলোমিটার দৈর্ঘ্যের। আর এই রেলপথ নিয়েই এখন রাজনৈতিক স্তরে জোর তরজা চলছে তৃণমূল আর বিজেপির মধ্যে।

আরও পড়ুন বেলঘড়িয়া রেল ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

কেন তরজা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন মছলন্দপুর-স্বরূপনগর রেলপথ তৈরির কথা ঘোষণা করেছিলেন। আশায় বুক বেঁধেছিলেন স্বরূপনগর-বাদুড়িয়া ব্লকের মানুষ। কিন্তু প্রাথমিক সমীক্ষা হওয়ার পরে সেই কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় এলাকায় জমি মাপজোক করার কাজ শেষ করার পাশাপাশি কোন এলাকা দিয়ে লাইন যাবে, তাও ঠিক করা হয়ে গিয়েছিল। রেলপাড়ের কিছু মানুষকে অন্যত্র পুর্নবাসনও দেওয়া হয়েছিল। রেলপথ তৈরির কাজও শুরু হয়েছিল। পরবর্তী সময়ে মমতা রেলমন্ত্রী না থাকায় এই কাজ আর এগিয়ে নিয়ে যায়নি কেন্দ্রীয় সরকার। তাই স্বরূপনগর ব্লকের মানুষদের রেলপথের স্বপ্ন এত দিন অধরাই থেকে গিয়েছে। এত দিনে সেই রেলপথের কথা ভুলতেই বসেছিলেন স্বরূপনগর ব্লকের মানুষ। এ বার আবার নতুন করে মছলন্দপুর-স্বরূপনগর রেলপথ তৈরি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেপথ্যে সেই মমতা। বাংলার মুখ্যমন্ত্রী এই রেলপথ নির্মাণের জন্য চিঠি দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। সেই চিঠির উত্তর দিয়েছিলেন বৈষ্ণব। জানিয়েছিলেন, প্রকল্প না হওয়ার অন্যতম কারণ জমি। রাজ্য সরকার জমি জোগাড় করে দিলে সেই প্রকল্প দ্রুত নির্মাণের পথে এগোবে রেল।

আরও পড়ুন অভিষেককে রাজনীতি ছাড়তে হল না, কেন্দ্রই সত্যকে মেনে নিল, বঞ্চিত বাংলা

গত বছর বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রেলপথ তৈরির এলাকা সরেজমিনে দেখতে গিয়েছিলেন। শান্তনু তখন তিনি জানিয়েছিলেন রেলপথ তৈরির জন্য যমুনা নদী বরাবর জমি আছে। রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলে বা রেলকে জমি অধিগ্রহণের অনুমতি দিলে কেন্দ্র দ্রুত রেললাইন তৈরির কাজ শুরু করবে। স্বরূপনগর ব্লকের মানুষজনও চাইছেন, রেলপথ তৈরি হোক। তাঁরা সহযোগিতাও করতে চাইছেন। এমনকি উপযুক্ত ক্ষতিপূরণ পেলে তাঁরা স্বেচ্ছায় জমি ছাড়তেও রাজি আছেন বলে অনেক কৃষক জানিয়েছিলেন। এখনও সেখানকার মানুষ চাইছেন, জমিজট কাটিয়ে দ্রুত রেলপথ তৈরির কাজ শুরু হোক। এই রেলপথ গড়ে উঠলে শুধু স্বরূপনগর ব্লকের মানুষজনই নয়, বাদুড়িয়ার মানুষজনও উপকৃত হবেন। আর এখানেই লুকিয়ে তরজার কারণ। বিজেপির দাবি, বনগাঁ লোকসভা কেন্দ্রে পদ্মশিবির জিতেছে। আর তাই কেন্দ্র সরকার এই প্রকল্প নির্মাণে আগ্রহ দেখিয়েছে, দ্রুত প্রকল্প নির্মাণ হয়ে যাবে। অন্যদিকে এলাকার তৃণমূল নেতারা মনে করিয়ে দিচ্ছেন প্রকল্পের ঘোষণায় ও রূপায়ণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খুনের চেষ্টার অভিযোগে বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের ৩ বছরের কারাদণ্ড

কালনায় হোমে ১০ বছরের ছাত্রের ‘রহস্যমৃত্যু’ ঘিরে চাঞ্চল্য

সাঁইথিয়ায় সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা!পা পিষে দিয়ে চলে গেল মহিলা যাত্রীর

বামেদের উত্তর কন্যা অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি

চার বছরের প্রেমে ছ্যাঁকা! বারান্দায় ধর্নায় বসে প্রেমিকের বিয়ে আটকালেন তরুণী

খেলার বল নিয়ে বিবাদের জেরেই ৪ বছরের শিশুকে খুন, ডোমজুড়ে গ্রেফতার নাবালক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর