এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অভিষেকের ‘বাড়ি ঘেরাও’ কর্মসূচী নিয়ে হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) ধাক্কা খেতে হল বিজেপিকে(BJP)। আরও বলা ভাল শুভেন্দু অধিকারীকে।(Suvendu Adhikari) কেননা তিনি তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ঘোষিত একটি কর্মসূচীর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছিলেন। এমনকি সেই মামলার দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। কিন্তু সোমবার সেই মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে উঠলে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন দুই বিচারপতি। উল্টে প্রধান বিচারপতি জানিয়ে দেন, ‘তৃণমূলের এই কর্মসূচীর জেরে প্রভাবিত বিজেপি নেতাদের আদালতে আসতে বলুন।’ বিচারপতির এই মন্তব্যের জেরে এখন জোর জল্পনা শুরু হয়েছে আদৌ এই মামলা আর শুনানির জন্য উঠবে নাকি তা খারিজ হয়ে যাবে।

আরও পড়ুন সংসদের উঠোনে দাঁড়িয়ে মোদিকে নিশানা অভিষেকের

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বাংলাজুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন আগামী ৫ অগস্ট সেই কর্মসূচী পালিত হবে প্রতিটি বুথে বুথে। বলেছিলেন, ‘আগামী ৫ অগস্ট থেকে সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্য স্তরের বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণভাবে ঘেরাও করতে হবে। তবে বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেনও না, ঢুকবেনও না। কিন্তু কারও গায়ে হাত দেবেন না। প্রথমে এখানে গণঘেরাও কর্মসূচি হবে। তারপর দিল্লি ঘেরাও হবে।’ পরে সেদিন সেই মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘কর্মসূচি হবে ব্লক স্তরে। আর ঘেরাও করা হবে বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে, প্রতীকী ভাবে। যাতে কেউ বলতে না পারেন, বাধা দেওয়া হচ্ছে।’ মমতার সেই ঘোষণার পরেও বিজেপির তরফে শনিবার রাতেই কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মমতা ও অভিষেকের বিরুদ্ধে ই মেলে অভিযোগ দায়ের করেন শুভেন্দু। পাশাপাশি আদালতেরও দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন অসাধু চক্রের রমরমা ঠেকাতে সতর্কবার্তা India Post’র

কলকাতা হাইকোর্টে তাঁর দায়ের করা মামলায় আইনজীবী সূর্যনীল দাস সোমবার আদালতকে বলেন, এই ধরনের কর্মসূচি একজন নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে। এই মর্মেই আদালতে মামলা রুজু করার অনুমতি চান তাঁরা। একই সঙ্গে মামলার দ্রুত শুনানির অনুরোধও করেন। যদিও আদালত দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন। আর তাতেই মামলাটি আর আগামী দিনে শুনানির জন্য উঠবে নাকি খারিজ হয়ে যাবে তা নিয়েই এদিন প্রশ্ন উঠে গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, তালিকা অনুযায়ী মামলা করার নির্দেশ এসেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাড়ির সামনে আদিবাসীদের বিক্ষোভ

অনেক ভিডিও প্রকাশ পাবে, ভোট হোক, অনেকে ধরা পরবে : শেখ শাহজাহান

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার সকালে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

মুকুট-মতুয়ায় ভর দিয়ে পরিযায়ীদের সঙ্গে নিয়ে রানাঘাট পুনরুদ্ধারের আশায় তৃণমূল

বারুইপুরে মাদকের গোপন ডেরায় হানা দিয়ে আক্রান্ত ১৫ জন পুলিশ কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর