এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Hindu Marriage Rule-এ বদল ঘটিয়ে তৎকাল বিয়ে চালু করছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি: দিল্লির পর এবার পালা বাংলার(Bengal)। Hindu Marriage Rule-এ রদবদল ঘটিয়ে সামাজিক বিয়ের একদিনের মধ্যে রেজিস্ট্রি সেরে ফেলার ব্যবস্থা শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্য। প্রসঙ্গত, বর্তমানে Hindu Marriage Act অনুযায়ী, সামাজিক বিয়ে শেষে আবেদন করলে রেজিস্ট্রির জন্য ৭ দিন সময় লাগে। তারপর অষ্টম দিনে রেজিস্ট্রি করতে পারেন নব বিবাহিত দম্পতি। এবার তা কমে ১ দিনের মধ্যে হয়ে যাবে। বর্তমান নিয়মে সামাজিক বিয়ের দিন অথবা তারও আগে যাঁরা রেজিস্ট্রি সেরে ফেলতে চান তাঁদের ন্যূনতম ৩০ দিন আগে Special Marriage Act’র ১৩ নম্বর ধারায় আবেদন করতে হয়। এবার তৎকাল বিবাহ ব্যবস্থা(Tatkal Marriage Registration) চালু হলে বিয়ের ১ দিনের মধ্যেই রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন দম্পতি। এর ফলে অহেতুক সময় নষ্টের হাত থেকে বাঁচবেন নব দম্পতিরা। তবে এই তৎকাল বিয়ে হবে শুধুমাত্র Hindu Marriage Act’র মাধ্যমেই।

আরও পড়ুন দেশের ১২টি রাজ্যে বিজেপির বিরুদ্ধে 1:1 Fight’র প্রস্তুতি

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। নিয়ম বদলের খসরা ইতিমধ্যেই প্রস্তুত। শীঘ্র তা রাজ্য মন্ত্রিসভায় পাঠানো হবে। ছাড়পত্র চলে এলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। এর পাশাপাশি বিদেশে যাঁরা থাকেন তাঁদের জন্যও অনলাইনে রেজিস্ট্রির আবেদনের সুযোগ খুলে দিচ্ছে রাজ্য সরকার। প্রসঙ্গত এখন ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে রেজিস্ট্রি করলে সরকারের কোষাগারে জমা পড়ে ১২৫ টাকা। আর রেজিস্ট্রার বাড়িতে এলে জমা পড়ে ২২৫ টাকা। সরকারি নথি থেকে জানা গিয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত Hindu Marriage Act-এ ৩১ হাজার ৬০১টি বিয়ে সম্পন্ন হয়েছে এই রাজ্যে। Special Marriage Act’র ১৩ নম্বর ধারার আওতায় ৪৫ হাজার ৫৩৮টি বিয়ে হয়েছে। আর Special Marriage Act’র ১৬ নম্বর ধারার আওতায় ৪ হাজার ৫৪৪টি বিয়ে হয়েছে। এই বাবদ এবছর প্রায় ১ কোটি ৩৩ লক্ষ টাকা রাজ্যের কোষাগারে এসেছে।

আরও পড়ুন করমণ্ডলের স্মৃতি ফিরিয়ে ওন্দায় মালগাড়ির ঘাড়ে চাপল ইঞ্জিন

দেশের মধ্যে প্রথম দিল্লিতেি তৎকাল বিয়ে সর্বপ্রথম চালু হয়। ভারতবর্ষের অন্য কোনও প্রদেশে এই ব্যবস্থা চালু নেই। এবার ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এই তৎকাল বিয়ে। বিদেশে বা অন্য প্রদেশে যাঁরা কর্মসূত্রে থাকেন তাঁদের অনেকের হাতে সময় কম থাকে। ফলে অল্প সময়ের মধ্যে বিয়ের অনুষ্ঠান সেরে ফের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এতদিন কমপক্ষে ৮ দিন রেজিস্ট্রির জন্য অপেক্ষা করতে হতো তাঁদের। তৎকাল চালু হলে সামাজিক বিয়ের ১ দিনের মাথায় রেজিস্ট্রি হয়ে যাবে। ফলে অহেতুক সময় নষ্টের হাত থেকে রেহাই পাবেন তাঁরা। এছাড়াও যাঁরা এ রাজ্যে থাকেন তাঁদেরও তৎকাল ব্যবস্থার ফলে সময় নষ্ট হবে না। তাই সব কিছু খতিয়ে দেখে রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে তৎকাল ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল বিশেষ সিবিআই আদালত

অধিকারীদের জেলায় মমতার হানাদারি ১৬ মে, হলদিয়া-এগরায় সভা, কাঁথিতে রোড-শো

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর