এই মুহূর্তে




২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুরের তৃণমূল কাউন্সিলরের

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে SIR প্রক্রিয়া। এর মধ্যেই নতুন বিতর্ক তৈরি হল বারুইপুর পুরসভায়। ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের। তাঁর নাম তাপস ভদ্র। বারুইপুরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। বসবাস করেন বারুইপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে।

SIR চালু হওয়ার পর থেকে মানুষের মনে দানা বেঁধেছে আতঙ্ক। সকলেরই মনে ভয় নাম রয়েছে তো ২০০২ সালের ভোটার তালিকায়। যদি না থাকে তাহলেই কি চলে যেতে হবে বাংলাদেশ? সকলের আশা ভরসা হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। কিন্তু এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তাপস ভদ্র নিজেই অবাক। তিনি সকলের নাম রয়েছে কিনা দেখবেন কী, দেখা যায় ২০০২ সালের ভোটার তালিকায় তাপস ভদ্রের নিজেরই নাম নেই। এই ঘটনায় হতবাক তিনি।

তাপস ভদ্রের অভিযোগ, “আমি দীর্ঘ দিনের কাউন্সিলর। কিন্তু আমারই নাম নেই। নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে। আমি এই ব্যাপারে বারুইপুর বিডিও এর কাছে অভিযোগ করেছি।” কাউন্সিলরের আরও অভিযোগ, “২০০২ সালের ২ ও ১৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ জনের নাম ভোটার তালিকায় নেই। কেন এমন হবে? কেন্দ্রীয় চক্রান্তের শিকার আমি। আমি কাউন্সিলর, আমার নিজেরই নাম নেই। স্থানীয় বাসিন্দাদের কাছে কী করে জবাব দেব ভাবছি।”

SIR নিয়ে চালু হচ্ছে তৃণমূলের এসআইআর লিগ্যাল সেল। এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তৃণমূল। কেউ অসুবিধায় পড়লে আইনি সাহায্য দেওয়া হবে। আইনজীবীদের বিশেষ দল গঠনের জন্যই তৈরি হচ্ছে লিগাল সেল। সব জেলায় ১১ থেকে ২০ নভেম্বর হবে সভা। ১১ নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ