এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সেবদুল্লা গ্রামের জলকষ্ট নিয়ে এই মুহূর্তে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই, বার্তা মুখ্যমন্ত্রীর

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি মহকুমা পরিষদের(Silliguri Mahakuma Parishad) নকশালবাড়ি ব্লকের(Nakshalbari Block) হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের(Hatighisha GP) সেবদুল্লা গ্রামে(Sebdulla Village) গত ৪ বছর ধরে তীব্র জলকষ্ট(Water Crisis) চলছে। অভিযোগ, বহু আবেদন এবং নিবেদনের পরেও সমস্যার সমাধান হয়নি। তাই কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয় কিছু পরিবার। মামলাকরীদের অধিকাংশই আদিবাসী চা-শ্রমিক পরিবারের। হাইকোর্টে চলতি সপ্তাহের সোমবার ওই মামলার শুনানিতে মামলাকারীদের আইনজীবী দাবি করেন, শুনানির দিন এলেই কলে জল চলে আসে। তার পর কোনও অজানা কারণে আর জল পাওয়া যায় না। সমস্যা বুঝতে অভিযোগকারীদের এজলাসে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay)। সেই ঘটনার জেরেই এদিন শিলিগুড়িতে পা রেখেই বড় বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলেন, সেবদুল্লা গ্রামের জলকষ্ট নিয়ে এই মুহূর্তে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়েই এই বার্তা দেন তিনি।

বস্তুত, ২০১৯ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামে পানীয় জলের অভাবের অভিযোগ ওঠে। গত সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন। সেই সঙ্গে সেদিন তিনি নির্দেশ দিয়েছিলেন, এদিন অর্থাৎ বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সংশ্লিষ্ট প্রশাসনিক দফতর, প্রকল্প রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদার-সহ আরও কয়েক জনকে দুপুর ২টোর মধ্যে তাঁর এজলাসে হাজির হতে হবে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকেই জানিয়ে দেন, সরকার এবং প্রশাসনের তরফে ইতিমধ্যে এই জলকষ্ট নিবারণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আর আদালতকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে না।

এদিন এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘সমস্যা সমাধানে কিছু সময় লাগবে। এই মুহূর্তে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। আমি ক্রসচেক করেছি। ওঁরা ঠিকঠাক ভাবেই পানীয় জল পাবেন। পিএইচই কাজ করছে। যত দিন না কাজ শেষ হচ্ছে, তত দিনের জন্য ওই গ্রামবাসীদের পুরনিগম থেকে পানীয় জলের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।’ এরপরেই মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়ানো শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে দেখিয়ে বলেন, ‘আমি শিলিগুড়ির মেয়রকে বলেছি, যত দিন না সমস্যা না, তত দিন পানীয় জলের ট্যাঙ্ক পাঠান ওই গ্রামে। যাতে স্থানীয়রা অসুবিধায় না ভোগেন দেখতে হবে। এই ঘটনায় আমি মেয়র গৌতম দেব এবং জেলাশাসকের কাছে বিষয়টি নিয়ে খবর নিয়েছি। আহলুওয়ালিয়া ওই গ্রাম ‘অ্যাডপ্ট’ করেছিলেন। কাউকে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু তার পর তার দায়িত্ব পালন করেননি। ফলে ওখানে একটা ক্রাইসিস চলছিল। পিএইচই এখন ব্যাপারটা দেখছে। যত দিন না সেই কাজ শেষ হবে, তত দিন পুরসভাকে বলেছি, ট্যাঙ্কে করে ওঁদের জল পাঠাতে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বাড়ির সামনে আদিবাসীদের বিক্ষোভ

অনেক ভিডিও প্রকাশ পাবে, ভোট হোক, অনেকে ধরা পরবে : শেখ শাহজাহান

সোমবার পর্যন্ত বঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা

শিলিগুড়িতে অক্ষয় তৃতীয়ার সকালে প্লাস্টিকের মধ্যে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান

মুকুট-মতুয়ায় ভর দিয়ে পরিযায়ীদের সঙ্গে নিয়ে রানাঘাট পুনরুদ্ধারের আশায় তৃণমূল

বারুইপুরে মাদকের গোপন ডেরায় হানা দিয়ে আক্রান্ত ১৫ জন পুলিশ কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর