এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

SFI ছাড়ার অপরাধে নগ্ন করে মার ছাত্রকে, তোলা হল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: ৩৪ বছরের বাম অপশাসনের স্মৃতি এখনও ভোলেনি বাংলা(Bengal)। এখনও বাংলার শরীরে দগদগ করছে মরিচঝাঁপি, সাঁইবাড়ি, ধানতলা, বানতলা, ছোট আঙাড়িয়া, সূচপুর, সিঙ্গুর, নন্দীগ্রাম। সেই অত্যাচারের স্টিম রোলার দলটিকেই বাংলার বিধানসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে বাংলার জনতা। তবুও কিছু কিছু পকেটে তাঁরা রয়ে গিয়েছে। কিন্তু এখনও সেই অত্যাচারের রাস্তা তাঁরা ছেড়ে আসতে পারেনি। তাই সুযোগ পেলেই নখ দাঁত বার করে ঝাঁপিয়ে পড়ছে হিংস্র পশুর মতো বিরোধী পক্ষের ওপরে। বাংলায় যখন পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) দামামা বেজে উঠেছে তখনই সামনে এল বাম ছাত্র সংগঠন SFI’র এক ঘৃণ্য কর্ম। দল ছাড়ার অপরাধে এক ছাত্রকে নগ্ন করে বেধড়ক মারধর ও সেই দৃশ্য মোবাইল বন্দী করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের(North Bengal) দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur) জেলার সদর শহর বালুরঘাটের(Balurghat) বুকে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন প্রধান শিক্ষকদের Leadership Management প্রশিক্ষণ দেবে IIM Kolkata

জানা গিয়েছে, নির্যাতিত ও আক্রান্ত ওই ছাত্রের বাড়ি বালুরঘাট শহরে। এবার সে ৮১ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হবে। প্রায় দু’বছর ধরে সে সক্রিয় ভাবেই SFI’র সদস্য ছিল। ওই ছাত্রের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। ছাত্রটি তার সিনিয়রদের জানিয়েছিল সে বাইরে পড়াশোনা করতে যাবে। তাই আর সক্রিয় ভাবে দলের কাজ করতে পারবে না। এর পরেই বৃহস্পতিবার ওই ছাত্রকে স্থানীয় একটা বাড়িতে ডেকেছিল SFI’র ওই দাদারা। অভিযোগ সেখানেই নেশাগ্রস্ত অবস্থায় তারা ওই ছাত্রকে নগ্ন করে মারধর করে ও সেই সব দৃশ্য মোবাইলে ভিডিও করে তুলে রাখে। সেই সঙ্গে হুমকি দেয়, শহর ছাড়ার চেষ্টা করলে বা দল ছাড়ার চেষ্টা করলে তারা ওই ভিডিও ভাইরাল করে দেবে। এই ঘটনার জেরে ওই ছাত্র বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলে এখন তাকে ফোন করে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন পর্দা লাইসেন্স ফিরছে ফের কলকাতার বুকে, জানালেন মেয়র

পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কার্যত ঘটনার জেরে এখন কাঠগড়ায় বামেরা। ক্ষমতা হাতছাড়া হলেও লাল সন্ত্রাস ছেড়ে যে তারা এখনও বার হতে পারেনি বা বার হওয়ার সামান্যতম ইচ্ছাটুকুও নেই, সেটাই আবার নতুন করে প্রমাণিত হয়েছে। যদিও যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তারা এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে। বিষয়টি উড়িয়ে দিয়েছে সংগঠনের জেলা নেতৃত্বও। তাদের পাল্টা দাবি, এসবই ভিত্তিহীন অভিযোগ। এর পিছনে তৃণমূল কংগ্রেসের মদত আছে। তবে এই ঘটনার জেরে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েছে বামেরা। আর তাই SFI’র জেলা নেতৃত্ব জানিয়েছে, ওই ছাত্র যে অভিযোগ এনেছেন, তা সত্যি নয়। তবুও যেহেতু অভিযোগ হয়েছে, তাই সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গড়ে ঘটনার তদন্ত করা হবে। যদি দলের কোনও ছাত্রনেতা এই ঘটনায় জড়িত থাকে, তাহলে তাঁর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জেলার পুলিস সুপার রাহুল দে জানিয়েছেন, অভিযোগ একটা দায়ের হয়েছে। ৩জনের বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

লেশমাত্র টেনশন নেই, ভোটের দিন দেদার নিজস্বী তুলে সময় কাটালেন মহুয়া

নদিয়ায় ইভিএম বিভ্রাট, সব ভোট নাকি পড়ছে বিজেপিতে, তুমুল উত্তেজনা দিনভর

স্মৃতিচারণ থেকে কটাক্ষ, উনিশের সংঘর্ষ থেকে বন্দুকের কারখানা, নোয়াপাড়ায় ছুঁয়ে গেলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর