এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অভিষেকের ৫৬দিনের রাত্রিবাস, কবে কোথায়, সামনে আনল তৃণমূল

কৌশিক দে সরকার: বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ঘোষণা করেছেন দলের এক নয়া কর্মসূচী। সেই কর্মসূচীর নাম ‘জনসংযোগ যাত্রা’(Jan Sanjog Yatra)। সেই কর্মসূচী শুরু হতে চলেছে আগামী ২৫ এপ্রিল থেকে যা চলবে ২ মাস ধরে। এই দুই মাস অভিষেক নিজেই ঘুরবেন গ্রামগঞ্জে। কথা বলবেন দলের নেতা থেকে কর্মী, ব্লক সভাপতি থেকে বুথ সভাপতি মায় আমজনতার সঙ্গে। করবেন কর্মীসভা, বুথসভা ও জনসভাও। শুনবেন আমজনতার কথা। তাঁদের অভাব-অভিযোগের কথা। পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) তাঁরা এলাকার কাকে প্রার্থী হিসাবে চান সেটাও জানতে চাইবেন তিনি। কার্যত এই কর্মসূচী নিয়েই তিনি দুই মাস বাংলাজুড়ে ঘুরে বেড়াবেন। কর্মীদের সঙ্গেই করবেন তিনি খাওয়াদাওয়া-রাত্রিবাস। তিনি কবে কোথায় সেই রাত্রিবাস করবেন সেটাই এবার সামনে নিয়ে এল তৃণমূল। মানচিত্রের আকারেই তা তুলে ধরা হয়েছে।  

আরও পড়ুন অভিষেকের অভিমতে খুশি বাংলার রামধনু পরিবার

দেখা যাচ্ছে আগামী ২৫ এপ্রিল অভিষেক তাঁর কর্মসূচী শুরু করবেন উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকে। সেদিন তিনি রাত্রিবাস করবেন দিনহাটায়। পরের দিন অর্থাৎ ২৬ এপ্রিল ও ২৭ এপ্রিল তাঁর রাত্রিবাসের জায়গা হতে চলেছে মাথাভাঙা ও তুফানগঞ্জ। ২৮ এপ্রিল অভিষেক পা রাখবেন আলিপুরদুয়ার জেলায়। সেদিন তিনি রাত্রিবাস করবেন আলিপুরদুয়ারের বুকেই। ২৯ এপ্রিল তিনি যাবেন জলপাইগুড়ি জেলায়। সেদিন মাল এবং তারপরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল তিনি রাত্রিবাস করবেন ডাবগ্রাম-ফুলবাড়িতে। ১লা মে অভিষেক দার্জিলিং জেলা ছুঁয়ে পা রাখবেন উত্তর দিনাজপুর জেলায়। সেদিন করণদিঘী ও তারপরের দিন ইটাহারে রাত্রিযাপন করবেন তিনি। ৩ মে অভিষেক রাত্রিবাস করবেন পাশের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। ৪ ও ৫ মে তিনি থাকবেন মালদা জেলায়। সেখানে তিনি রাত্রিবাস করবেন রতুয়া ও কালিয়াচকে। পরের দিন অর্থাৎ ৬ মে তিনি পা রাখবেন দক্ষিণবঙ্গের বুকে। যাবেন মুর্শিদাবাদ জেলায়।

আরও পড়ুন উনিশের ভোটে জেতার মূলে ভিভিপ্যাট কারচুপি, অস্বীকার কমিশনের

মুর্শিদাবাদের বুকে অভিষেক থাকবেন টানা ৪দিন ৬ থেকে ৯ মে। প্রথমদিন ভগবানগোলা, দ্বিতীয় দিন জলঙ্গি, তৃতীয়দিন নওয়াদা এবং চতুর্থদিন তিনি থাকবেন সাগরদিঘীর বুকে। ১০ তারিখ অভিষেক যাবেন কেষ্টগড় থুড়ি অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমের বুকে। সেখানে তিনি থাকবেন ৩ দিন। ১০ মে মহম্মদবাজার, ১১ মে দুবরাজপুর এবং ১২ মে নানুরের বুকে রাত্রিবাস করবেন তিনি। বীরভূম সেরে অভিষেক ঢুকবেন পূর্ব বর্ধমান জেলায়। সেখানে তিনি থাকবেন ৪দিন, অর্থাৎ ১৩ মে থেকে ১৬ মে। ১৩ তারিখ তিনি রাত্রিবাস করবেন পূর্বস্থলী দক্ষিণে, পরেরদিন জামালপুরে, ১৫ মে ভাতার ও পরের দিন গলসিতে। ১৭ মে অভিষেক পা রাখবেন পাশের পশ্চিম বর্ধমান জেলায়। সেদিন তিনি রাত্রিবাস করবেন বারাবণীতে। ১৮ মে তিনি যাবেন বাঁকুড়া জেলায়। সেখানে তিনি ৪ দিন থাকবেন, অর্থাৎ ১৮ থেকে ২১ মে। প্রথমদিন বড়জোড়ায়, দ্বিতীয়দিন কোতুলপুর, তৃতীয়দিন তালড্যাঙরা এবং চতুর্থদিন ছাতনায় কর্মীদের সঙ্গে রাত্রিবাস করবেন তিনি। ২২ তারিখ অভিষেক যাবেন পুরুলিয়া জেলায়। সেখানে তিনি ৩ দিন থাকবেন, অর্থাৎ ২২ থেকে ২৪ মে। প্রথমদিন তিনি রাত্রিবাস করবেন কাশিপুরে, পরেরদিন বাঘমুন্ডিতে এবং শেষেরদিন বড়বাজারের বুকে।

আরও পড়ুন সিভিক ও ভিলেজ পুলিশদের নিয়ে বড় সিদ্ধান্ত মমতার সরকারের

২৫ মে অভিষেক পা রাখবেন জঙ্গলমহলের অন্যতম জেলা ঝাড়গ্রামের বুকে। সেখানে তিনি ২দিন থাকবেন। প্রথমদিন ঝাড়গ্রামে ও পরেরদিন নয়াগ্রামে রাত্রিবাস করবেন তিনি। ২৭ মে অভিষেক যাবেন পাশের পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে তিনি থাকবেন ৪দিন, অর্থাৎ ২৭ থেকে ৩০ মে। এই চারদিনের মধ্যে প্রথমদিন তিনি রাত্রিবাস করবেন কেশিয়াড়িতে, দ্বিতীয়দিন খড়গপুরে, তৃতীয়দিন শালবনীতে এবং চতুর্থদিন ঘাটালের বুকে। ৩১ মে তিনি পা রাখবেন পূর্ব মেদিনীপুর জেলায়। সেখানে তিনি থাকবেন ৪ দিন। ওইদিন তিনি রাত্রিবাস করবেন পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রে। পরের দিন অর্থাৎ ১ জুন পটাশপুরে এবং ২ জুন রামনগরে থাকবেন তিনি। ৩ জুন তিনি রাত্রিবাস করবেন নন্দকুমারের বুকে। ৪ জুন অভিষেক পা রাখবেন হাওড়া জেলায়। সেখানে তিনি থাকবেন ৩দিন। প্রথম দিন তিনি রাত্রিবাস করবেন শ্যামপুরে। দ্বিতীয়দিন উলুবেড়িয়াতে এবং চতুর্থদিন জগৎবল্লভপুরে। ৭ জুন অভিষেক প্রবেশ করবেন হুগলি জেলায়। সেখানে তিনি থাকবেন ৩দিন। প্রথমদিন জাঙ্গিপাড়া, দ্বিতীয়দিন গোঘাট এবং তৃতীয়দিন পাণ্ডুয়াতে রাত্রিবাস করবেন তিনি।

আরও পড়ুন শুভেন্দুর দাবি ঘিরে শাহকে চিঠি তৃণমূলের

১০জুন অভিষেক প্রবেশ করবেন নদিয়া জেলায়। সেখানে তিনি ২দিন থাকবেন। প্রথমদিন কালিগঞ্জ ও দ্বিতীয়দিন নবদ্বীপের বুকে। ১২ জুন অভিষেক পা রাখবেন উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে তিনি থাকবেন ৪ দিন। অর্থাৎ ১২ থেকে ১৫ জুন। প্রথমদিন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকায়, দ্বিতীয়দিন বাদুড়িয়া, তৃতীয়দিন হিঙ্গলগঞ্জ এবং চতুর্থদিন হাড়োয়াতে রাত্রিবাস করবেন তিনি। অভিষেকের এই কর্মসূচীর একদম শেষ পর্যায়ে থাকছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। ১৬ জুন সেখানে পা রাখবেন তিনি। থাকবেন ৪দিন, অর্থাৎ ১৬ থেকে ১৯ জুন। প্রথমদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকায়, দ্বিতীয়দিন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র এলাকায়, তৃতীয়দিন ডায়মন্ডহারবার এবং শেষের দিন অর্থাৎ ১৯ জুন কাকদ্বীপে রাত্রিবাস করবেন তিনি। ২০ জুন অভিষেকের এই ২ মাস ব্যাপী ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচী শেষ হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড় – বৃষ্টি শুরু হবে

রাজ্য পুলিশদের জন্য পোস্টাল ব্যালট বন্ধ হওয়ায় সরব মমতা  

চাকরিহারা শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান

মহিষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন পুরুলিয়ার নির্দল প্রার্থী

‘লাল ঝাণ্ডা ফেলে গেরুয়া পতাকা নিয়েছে’, সিপিএম- বিজেপিকে আক্রমণ অভিষেকের

মহানন্দা নদীর রেল লাইন সেতুর নিচ থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর