এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দক্ষিণের কাঁধে ভর দিয়ে ধূপগুড়ি জয়ের ছক তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ অগাস্ট উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Dhupguri Assembly Seat Bye Election)। ইতিমধ্যেই সেই নির্বাচনের জন্য তৃণমূলের(TMC) তরফে প্রার্থীর নাম শুধু যে ঘোষণাই করে দেওয়া হয়েছে তাই নয়, তাঁকে নিয়ে রীতিমত জোরকদমে প্রচারের কাজও শুরু করে দেওয়া হয়েছে। ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন অধ্যাপক ও গবেষক নির্মল চন্দ্র রায়(Dr. Nirmal Chandra Roy)। দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ছাড়াও রাজবংশী নেতা হিসেবে বেশ পরিচিত নির্মলবাবু। তাঁর হয়ে ৩৭জন তারকা প্রচারকের তালিকা এদিন অর্থাৎ শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে জমা দেওয়া হয়েছে জলপাইগুড়ির জেলা শাসকের কাছে। যদিও সেখানে উত্তরবঙ্গের তথাকথিত নেতাদের নাম নেই বললেই চলে। যা নাম আছে তার প্রায় সবই দক্ষিণবঙ্গের। তা দেখে ওয়াকিবহাল মহলের ধারনা দক্ষিণের কাঁধে ভর দিয়েই উত্তরের মাটি দখলের নীতি নিয়েছে তৃণমূল।

আরও পড়ুন বাংলা থেকে আমেরিকায় রফতানি বেড়েছে দেড়গুণেরও বেশি

এদিন তৃণমূলের তরফে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রচারের ক্ষেত্রে যে তারকা তালিকা সামনে আনা হয়েছে তার মধ্যে প্রথম দুটি নামই হেভিওয়েট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। যদিও এই দুইজনের কেউ আদৌ ধূপগুড়িতে প্রচার করতে যাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। এরপরের নামটাই রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। এরপর রাজ্যের এক ঝাঁক মন্ত্রীর নাম দেখতে পাওয়া যাচ্ছে ওই তালিকায়। সেই নামের মধ্যে আছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্নেহাশিষ চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডি, গোলাম রব্বানিরা। আছেন দলের হেভিওয়েট মুখ হিসাবে পরিচিত কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, সৌমেন রায়, সুদীপ রাহা, মোশারফ হোসেন, সত্যজিৎ বর্মণ, পার্থ ভৌমিক প্রমুখরা। সাংসদদের মধ্যে আছেন কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, শান্তনু সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তারকাদের মধ্যে আছেন, দেব, মিমি, অদিতি মুন্সি, সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা ও জুন মালিয়ারা।

আরও পড়ুন ৪৯৩জন শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ শিক্ষা দফতরের

উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি একুশের ভোটে বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় ৪০ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী মিতালী রায়কে পরাস্ত করে। কিন্তু সদস্য সদস্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে ধূপগুড়িতে ভাল ফল করতে পারেনি বিজেপি। তাঁদের কাছে এই আসন ধরে রাখা একটা প্রস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। একুশের ভোটে বিজেপি ৭৭টি আসন পেলেও এখন তা কমে ৬৯-এ এসে দাঁড়িয়েছে। আবার চলতি বছরেই হয়ে যাওয়া সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল পরাস্ত হয় কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাসের কাছে। যদিও পরে বায়রণ চলে আসেন তৃণমূলে। তাই ধূপগুড়ি জয় কিছুটা হলেও তৃণমূলের কাছেও প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

স্ত্রী চলে যাওয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

ঝাড়গ্রামে ডোবাতে পড়ে যাওয়া হাতিকে উদ্ধারে ব্যর্থ বন দফতর ,অবশেষে মৃত্যু

দু চোখ অন্ধ থাকলেও মাধ্যমিক পরীক্ষায় তাক লাগানো ফল এক জন্মান্ধ মেয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর