এই মুহূর্তে




উত্তরের মাটি ধরে রাখতে ৫ ব্রহ্মাস্ত্রে বাজি মোদির




কৌশিক দে সরকার: দার্জিলিং দিয়ে যে যাত্রার শুরু হয়েছিল সেটাই উনিশের ভোটে বাড়তি ১৭টি আসন এনে দিয়েছে। চব্বিশের ভোটে লক্ষ্য ২৫টি আসন বাংলা থেকে ছিনিয়ে আনা। কিন্তু তার জন্য উনিশের ভোটে জেতা আসনও ধরে রাখতে হবে। যদিও নানা সমীক্ষা বলছে, উনিশের ভোটে উত্তরবঙ্গের(North Bengal) জেতা ৭টি আসনই আর নিরাপদ নয়। সেখানে পায়ের তলার মাটি ক্রমশ সরে সরে যাচ্ছে। নিত্যদিন নেতা থেকে কর্মীরা দল ছাড়ছেন। মুখ ঘুরিয়েছেন আমজনতাও। সভায়, মিছিলে আর আগের মতো ভিড় জমছে না। বহু বুথে কোনও কর্মীই নেই। এই অবস্থায় উত্তরের মাটি ধরে রাখতে সেদিকে বাড়তি নজর দিতে চাইছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। ২০২৪’র লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮টি আসনেই বাজিমাত করতে মোদি এবার সামনে আনছেন ৫টি ব্রহ্মাস্ত্র।   

আরও পড়ুন পাঁচ দিনে পড়ল কুড়মি সমাজের আন্দোলন, মিলছে না সমাধান সূত্র

কী এই ব্রহ্মাস্ত্র? বিজেপি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই উত্তরবঙ্গের জন্য ৫টি নয়া Mega Big Budget Project ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ারে(Alipurduyar) কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়(Central University), রায়গঞ্জে(Raiganj) AIIMS, শিলিগুড়িতে(Silliguri) Metro, বালুরঘাটে(Balurghat) আত্রাই প্রকল্প(Aatrai River Project) এবং উত্তরের ৬টি জেলা ও ১টি মহকুমা পরিষদের জন্য তিস্তা সেচ প্রকল্প(Teesta Irrigation Project)। এই ৫টি বৃহৎ উন্নয়নমূলক প্রকল্পকে সামনে রেখেই ২০২৪’র লড়াই লড়তে সেখানে হাজির হবেন মোদি। সূত্রে জানা গিয়েছে, শুধু এই ৫টি প্রকল্পের ঘোষণাই নয়, মোদি নিজেই চলতি বছরে পুজোর আগেই উত্তরবঙ্গে ৩টি জনসভা করতে পারেন। সেই ৩টি জনসভা হতে পারে আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও রায়গঞ্জের বুকে। একই সঙ্গে জানা গিয়েছে, পৃথক গোর্খাল্যান্ড বা পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠনের দাবি আপাতত পিছনে নিয়ে চলে যাওয়া হবে। উত্তরবঙ্গের কোনও বিজেপি সাংসদ বা বিধায়ককে এই নিয়ে আর সুর চড়াতে দেওয়া হবে না।

আরও পড়ুন Bank Account Aadhar Link বাধ্যতামূলক লক্ষ্মীর ভাণ্ডারে

বাংলায় এখন একটিই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে, তা হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার সেই বিশ্বভারতীর ধাঁচেই আলিপুরদুয়ারে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার বিষয়টি সামনে আনতে চাইছে মোদি সরকার। সেখানে আদিবাসী ও তপশিলীদের জন্য যেমন পৃথক সংরক্ষণ থাকবে তেমনি তাঁদের কৃষ্টি নিয়ে চর্চা ও গবেষণার ব্যবস্থাও রাখা হবে। প্রিয়রঞ্জন দাসমুন্সি রায়গঞ্জে AIIMS গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য সরকারের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই প্রকল্পকেও বাস্তবায়িত করে তুলতে মাঠে নামছে মোদি সরকার। শিলিগুড়িতে Metro রেলের দাবি দীর্ঘদিনের। সেই দাবিকে বাস্তবে রূপ দিতে বড়সড় ঘোষণা করতে পারেন মোদি। শিলিগুড়ির সঙ্গে মাটিগড়া, বাগডোগরা, কাওয়াখালি, নিউ জলপাইগুড়ি, রাজগঞ্জ ও জলপাইগুড়িতে জুড়তে এই মেট্রো রেল প্রকল্পের ঘোষণা করা হতে পারে। প্রাথমিক ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১৫০০ কোটি টাকা। দক্ষিণ দিনাজপির জেলা জুড়ে তীব্র জলের অভাব সেখানকার মানুষদের দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে। সেই সমস্যা সমাধানের জন্য আত্রাই নদীর ওপর একটি প্রকল্প গড়তে চায় ভারত সরকার। তারজন্য বাংলাদেশ সরকারের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরেই তিস্তা নদীর জলবন্টন চুক্তি নতুন করে সম্পাদিত হয়নি। একইসঙ্গে তিস্তা নদী প্রকল্পের কাজও অর্থাভাবে অনেকটাই থমকে রয়েছে। সেই কাজেও এবার গতি আনতে আলাদা করে অর্থ বরাদ্দ করতে পারে মোদি সরকার। আর এই ৫টি প্রকল্পকে সামনে রেখেই মোদি উত্তরের ৮টি আসনেই গেরুয়া ঝান্ডা ওড়াতে চান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধাননগরের ময়লা ফেলার জন্য পাথরঘাটায় নতুন ডাম্পিং স্টেশন হবে, ঘোষণা ফিরহাদের

নিউটাউন থানার আইসি’কে ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের

দিনদুপুরেই গেদে সীমান্ত পেরিয়ে গ্রামে ঢুকে অস্ত্রের মুখে জমির ফসল লুট করছে বাংলাদেশিরা

ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে ৬০ দিনেই বিচার শেষ, শুক্রবার সাজা ঘোষণা

বাংলায় খুন করে গুজরাতে গা ঢাকা, পুলিশের জালে তবলাবাদকের ‘খুনি’

ফিরে দেখা: প্রথমবার মাদারিহাট বিধানসভার দখল নিল তৃণমূল

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর