-273ºc,
Friday, 2nd June, 2023 8:34 pm
নিজস্ব প্রতিনিধি: বকেয়া এবং কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার (DA) দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ধর্মঘটে (Strike) সামিল হয়েছিলেন সরকারি স্কুল কলেজের বহু শিক্ষক (Teacher)। এবার সেই ধর্মঘটে সামিল হওয়া প্রায় ২৩ হাজার শিক্ষককে শোকজ (Show Cause) নোটিস (Notice) ধরাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী সাত দিনের মধ্যে অনুপস্থিতির কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে।
উলেখ্য ১০ তারিখে স্কুলে হাজিরা না দেওয়ায় এর আগে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) ৪৯৭ জন প্রাথমিক শিক্ষককে শো-কজ করেছিল জেলা প্রাথমিক স্কুল শিক্ষা দফতর। তালিকায় নাম রয়েছে জেলার একাধিক স্কুলের শিক্ষকদের (Teacher) নাম। প্রাথমিক স্কুল শিক্ষা দফতরের সেই নির্দেশিকা সামনে আসতেই শিক্ষকদের মধ্যে শোরগোল শুরু হয়। যদিও ডিএ এর দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের তরফে আগেই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল দাবি করেছিলেন, সরকার প্রথমে বলেছিল, ৫ শতাংশ কর্মী ধর্মঘটে সামিল হয়েছে। পরবর্তীতে বিকাশ ভবন খোঁজ নিয়ে দেখল দেড় লক্ষ শিক্ষক-শিক্ষাকর্মী এই ধর্মঘটে সামিল হয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের ধর্মঘট করার জন্য শোকজ শুরু করলে বাংলায় আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত ডিএ এর দাবিতে ধর্মঘটে সামিল হলে সেই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য অর্থ দফতর। ধর্মঘটের আগেই নির্দেশিকা জারি করে অর্থ দফতর জানিয়েছিল ধর্মঘটের দিন কোনও সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাঁর সার্ভিস ব্রেক এবং শোকজ করা হবে। পাশাপাশি বেতনও কেটে নেওয়া হবে। অনুপস্থিত থাকা সরকারি কর্মচারি শো কজের যথাযথ জবাব না দিতে পারলে সংশ্লিষ্ট কর্মীকে বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হবে। এবার সেই নির্দেশিকা অনুযায়ী নবান্নের সম্মতিতে ওই নির্দিষ্ট দিনে গরহাজির থাকা শিক্ষকদের শোকজ নোটিস পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ।