এই মুহূর্তে




চওড়া হল হাসি, বর্ধিত DA-সহ বেতন ঢুকল সরকারি কর্মীদের

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের ডিএ নিয়ে জল্পনা ছিলই। জানা গিয়েছে, সমস্ত রাজ্য সরকারের আয়তাভুক্ত অনেক কর্মীদের মঙ্গলবার সকালে DA-সহ বেতন ঢুকেছে। বেসিক বেতনের ৪ শতাংশ ডিএ-সহ এপ্রিল মাসে তাঁদের বেতন আসে। এই ডিএ বাড়ার ঘোষণা আগেই করা হয়েছিল। এই বিষয় বাজেটের সময়ই বলা হয়। ফলে এই বর্ধিত DA নিয়ে ভীষণ খুশি সরকারি কর্মচারীরা বড় অংশ। তবে রাজ্যের কিছু মানুষ বলছেন, ‘কেন্দ্রের DA-র হার ৫৫ শতাংশ। এদিকে রাজ্যে ৪ শতাংশ হার বাড়িয়ে হয়েছে ১৮ শতাংশ। এখনও পর্যন্ত কেন্দ্রের তফাৎ রাজ্যের সঙ্গে ৩৭ শতাংশ। এটি কোনও ভাবেই কাম্য নয়।’

জানা গিয়েছে, মাসের বেসিকের বেতনের উপর দেওয়া হচ্ছে এই ডিএ। যদি একজন গ্রুপ ডি কর্মচারী মাসে বেসিক হিসেবে ১৭ হাজার টাকা পায়। সেই অনুপাতে তাঁর ওই বেতনের ৪ শতাংশ হারে ৬৮০ টাকা আরও যুক্ত করে দেওয়া হবে।

জানা গিয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের এখনও কোনও বেতন ঢোকেনি। মূলত, স্কুলের শিক্ষকদের বেতন মাসের শেষের দিকে অথবা মাসের ১ বা ২ তারিখের মধ্যে চলে আসে। তাই অনেকেই আশাবাদী, আগামী কাল বেতন দেওয়া হবে।

বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিলেন চলতি বছর। তার আগেই ৪ শতাংশ বাড়ানো ডিএ পেয়ে গিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা। বহু মানুষ মনে করছেন, ২০২৬ –এর ভোটের আগে আরও একবার ডিএ বাড়তে পারে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, ‘পে কমিশনের টাকা-সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে।’ তবে কেন্দ্রের ডিএ বেশি নিয়ে  রাজ্য সরকারের কর্মীদের কিছু অংশ এখনও অসন্তুষ্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ