এই মুহূর্তে




পশ্চিম মেদিনীপুরের বুকে ৪টি নতুন Industrial Park গড়ার পথে রাজ্য সরকার

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: মাওবাদী আন্দোলন, রাজনৈতিক হানাহানির পর্ব চুকিয়ে নতুন দিনের স্বপ্ন দেখার শুরু পশ্চিম মেদিনীপুরে(Paschim Midnapur) । কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার এবার সেই জেলায় ৪টি নতুন Industrial Park গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ৪টি শিল্পপার্ক হবে গড়বেতা-১ , চন্দ্রকোণা-২ , মেদিনীপুর সদর ও কেশপুর ব্লকে। এই পার্কগুলি গড়ার জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত হয়ে গিয়েছে। জমিগুলি থেকে যাতে শিল্পপতিরা(Industrialists) বিশেষ সুযোগ সুবিধা পায় সেইদিকে নজর দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, নতুন ওই ৪টি Industrial Park-এ একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কয়েক হাজার যুবক-যবতী কাজ পাবে এবং তার ফলে বদলে যাবে প্রত্যন্ত এলাকার অর্থনীতি।

আরও পড়ুন, Miss Universe India 2024’র তকমা জিতে নিলেন রিয়া সিংহ

প্রসঙ্গত, বাম জমানায় মাওবাদী আন্দোলনের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় স্তব্ধ হয়ে গিয়েছিল উন্নয়ন। কেশপুর সহ একাধিক এলাকায় রাজনৈতিক হানাহানির জেরে সাধারণ মানুষের জীবন জীবিকা জেরবার হয়ে গিয়েছিল। কিন্তু সরকার বদলের পর ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। মুখ্যমন্ত্রী জেলায় কৃষির পাশাপাশি শিল্পেও বাড়তি গুরুত্ব দেন। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে জেলায় অসংখ্য ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প গড়ে উঠতে শুরু করে। এবার নতুন ৪টি শিল্পপার্ক গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শিল্পায়নের প্রসার ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে একাধিক শিল্পকে এক জায়গায় আনার চেষ্টা চলছে। রাজ্য সরকার চাইছে সরকারি জমিতে ও জমি কিনে বা লিজ নিয়ে বেসরকারি উদ্যোগে শিল্প গড়ে উঠুক। ইতিমধ্যেই জেলায় সরকারি জমিতে লিজে ছোট-মাঝারি শিল্পের জন্য শিল্প পার্ক গড়তে বেসরকারি ক্ষেত্রকে আহ্বান জানিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন, জহরের ছেড়ে যাওয়া আসনে দলের একনিষ্ঠ কর্মীকেই আনতে চান মমতা-অভিষেক

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গড়বেতা-১ ব্লকের শিল্প পার্কটি হবে গনগনি এলাকায়। ওই এলাকা থেকেঅ৬০ নম্বর জাতীয় সড়ক ও রেল যোগাযোগের সুবিধা খুব সহজেই পাবেন শিল্পপতিরা। চন্দ্রকোণা-২ ব্লকের লালগড়ে শিল্প পার্ক হবে। এই এলাকা থেকে চন্দ্রকোণা ও ঘাটাল রোড খুব সহজেই ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা এলাকায় শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কেশপুর ব্লকের চাঁদমুড়া এলাকায় পার্ক তৈরি হবে। প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় পর্যাপ্ত বিদ্যুৎ ও জলের ব্যবস্থা থাকবে। শিল্প পার্কের মধ্যে উৎপাদন, লজিস্টিকস, কোল্ড স্টোরেজ, পোল্ট্রি, মাছের উৎপাদন করা যাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে শিল্পের চাকা আরও দ্রুত গতিতে ঘোরাতে রাজ্য সরকার এই রকমের মোট ১০০টি শিল্পপার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাজুড়ে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়ির দিঘির পাড়ে ঠাকুর – চাকরদের ঘরগুলি জঙ্গলে পরিণত হয়েছে

দুর্গাপুজোর আগে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ঘনিয়ে আসছে দুর্যোগ, পুজোয় ভাসবে কলকাতা

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল,ভারী যান চলাচল বন্ধ

মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে এবার বাজিমাত করবে জীবন্ত দুর্গা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর