এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পরিযায়ীরা বাইরে, উপনির্বাচনে কদর বেড়েছে মহিলাদের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার(Subrata Saha) প্রয়াণের জেরে উপনির্বাচন(Bye Election) অনুষ্ঠিত হচ্ছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার সাগরদিঘী(Sagardighi) বিধানসভা কেন্দ্রে। এদিন সকাল থেকেই সেখানে চলছে ভোটগ্রহণ পর্ব। এবারের নির্বাচনে ৯জন প্রার্থী লড়াই করছেন। কিন্তু উপনির্বাচন হওয়ার জেরে তা খুব একটা গুরুত্ব পাচ্ছে না রাজ্য রাজনীতিতে। সেই কারণে সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের প্রায় ৩০ হাজার পরিযায়ী ভোটার এবার বাড়ি ফেরেননি ভোট দেওয়ার জন্য। এই বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। কিন্তু এদের মধ্যে প্রায় ৩০ হাজার ভোটার এবার ভোটদানই করবেন না। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সুব্রতবাবু এই আসনে জয়ী হয়েছিলেন ৫০ হাজারের বেশি ভোটে। কিন্তু উপনির্বাচনে এমনিতেই ভোট কম পড়ে। তারওপর ৩০ হাজার পরিযায়ী শ্রমিক এবারের উপনির্বাচনে অনুপস্থিত। তাই শাসক দলের নেতাদের দাবি, জয় নিশ্চিত হলেও মার্জিন কমতে পারে। তবে তাঁদের ভরসা মহিলা ভোটব্যাঙ্কের(Women Voters) ওপর। কার্যত পরিযায়ী শ্রমিকদের অনুপস্থিতিতে সাগরদিঘীতে এদিন কদর বেড়ে গিয়েছে মহিলা ভোটারদের।

আরও পড়ুন এপ্রিল থেকেই রেশন গ্রাহকদের চোখ স্ক্যান করে আধার নম্বর যাচাই

কেন কদর বেড়েছে মহিলা ভোটারদের? সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫। যার মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ২১ হাজার ২৮৭। এবারের লড়াই হচ্ছে ত্রিমুখী। লড়াইয়ের মাঠে মোট ৯জন প্রার্থী থাকলেও মূল লড়াইটা হচ্ছে তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিজেপির দিলীপ সাহা আর বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাসের মধ্যে। ৩ দলেরই দাবি ভোট হচ্ছে হাড্ডাহাড্ডি। তাই যেই জিতুক কম ভোটের ব্যবধানে জিতবে। আর এই মার্জিন কার্যত নির্ভর করবে মহিলা এবং নতুন ভোটারদের ভোট কোন দিকে যাবে সেটার ওপর। এই দাবি মানছেন তৃণমূলের নেতারাও। আর সেই কারণেই তাঁরা চাইছেন ও দাবিও করছেন, সাগরদিঘীতে তাঁদের জয়ের মার্জিন গড়ে দেবে মহিলা ভোট ব্যাঙ্কই। ঠিক যেভাবে একুশের বিধানসভা নির্বাচনে মহিলা ভোট কার্যত একচেটিয়া ভাবে তৃণমূলের পক্ষে গিয়েছিল ঠিক সেই ধাঁচেই এখানেও মহিলা ভোট তৃণমূলের দিকে আসবে বলে মনে করছেন জোড়াফুলের নেতারা।

আরও পড়ুন ট্রেনের সামনে মরণঝাঁপ নবদম্পতির, চাঞ্চল্য অশোকনগরে

পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে সাগরদিঘিতে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। সেই মহিলাদেরই হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তুলে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর, জয় বাংলা, সবুজশ্রী, স্বাস্থ্যসাথীর মতো একের পর এক আর্থসামাজিক প্রকল্প। এই সব প্রকল্পের সুবিধা তৃণমূল একুশের বিধানসভা নির্বাচনে পেয়েছিল, এবারে সাগরদিঘী বিধানসভা কেন্দ্রেও পাবে বলে আশাবাদী তাঁরা। কেননা এটা অস্বীকার করার উপায় নেই যে, এই সব প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন গ্রামের মহিলারা। যার প্রভাব এই নির্বাচনে পড়বে। নতুন ভোটারের ভোটও এবারের উপনির্বাচনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, এই বিধানসভা কেন্দ্রে ১৮-১৯ বছর বয়সি নতুন ভোটারের সংখ্যা ৬২৫১। বিভিন্ন স্কলারশিপ, সবুজ সাথী, রূপশ্রী, মোবাইল ফোন দেওয়ার মতো প্রকল্পগুলি এই ভোটেও প্রভাব ফেলবে বলে অনেকে মনে করছেন। উপনির্বাচনে রাজ্যের সরকার পরিবর্তন হবে না। ফলে মানুষ অনেক সময় অন্যকিছু ভেবে ভোট দেন। অধিকাংশ ক্ষেত্রে শাসকের প্রতি মানুষের আস্থা দেখা যায়। তবে সাগরদিঘির ক্ষেত্রে এবার ত্রিমুখী লড়াইয়ে যেই জিতুক, জয়ের ব্যবধান কমবে। ভোট কাটাকুটির অঙ্কে কঠিন লড়াই হচ্ছে। সামাজিক সুরক্ষা প্রকল্পে গ্রামের মানুষের জীবনযাত্রার মান অনেক পরিবর্তন হয়েছে। তার প্রভাব ভোটেও দেখা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নদিয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাই মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া পরিবারে

অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

কাঁচালঙ্কা চিবিয়ে খান, বেটে মুখে মাখেন, নদিয়ার শেখর সিকদারের কীর্তিতে হতবাক সকলে

এক ফোঁটা বৃষ্টির জন্য নামাজ পড়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা

আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান?

সন্দেশখালিতে এনএসজিকে ডেকে রোবট এনে হাত বোমা উদ্ধার করল সিবিআই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর