এই মুহূর্তে




মধ্যবিত্তের স্বপ্নপূরণ! বাজেট দামেই ফোল্ডেবল ফোন আনছে ভারতীয় সংস্থা Ai+

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের দুনিয়ায় এখন একটাই ট্রেন্ড—ফোল্ডেবল বা ভাঁজ করা ফোন। পকেটে স্টাইলিশ একটা ‘ফ্লিপ ফোন’ থাকবে, এটা কার না পছন্দ? কিন্তু সমস্যা একটাই—দাম! Samsung, Oppo বা Motorola-র মতো নামী ব্র্যান্ডের ফোল্ডেবল ফোনগুলোর দাম এতটাই বেশি যে তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। লাখ টাকার নিচে ভাল ফোল্ডেবল ফোন পাওয়াটা এতকাল ছিল দিবাস্বপ্নের মতো। তবে এবার সেই ছবিটাই পুরোপুরি বদলে দিতে কোমর বেঁধে নামছে একটি দেশি সংস্থা। জানা গিয়েছে, একটি ভারতীয় সংস্থা শিগগিরই দেশের সবচেয়ে সস্তা ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। ফোনটির নাম Ai+ Nova Flip। আর শোনা যাচ্ছে এটি পাওয়া যাবে 40,000 টাকারও কমে!

এই নতুন ফোনটি আনছে Ai+ ব্র্যান্ড, যার মূল সংস্থা হল- NxtQuantum। টেক-প্রেমীরা হয়তো জানেন, এই নতুন উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছেন ভারতের মোবাইল বাজারের অন্যতম পরিচিত মুখ এবং Realme India-র প্রাক্তন সিইও মাধব শেঠ। ২০২৫ সালে দুটি বাজেট ফোন দিয়ে যাত্রা শুরু করা এই সংস্থাটি এবার তাদের সবচেয়ে প্রিমিয়াম কিন্তু কমদামী স্মার্টফোন নিয়ে নামছে।

কেমন দেখতে হবে Ai+ Nova Flip?

ডিজাইনের দিক থেকে এটি হবে ক্ল্যামশেল (Clamshell) বা ঝিনুকের মতো, যা মাঝখান থেকে ভাঁজ করা যায়। লিক হওয়া তথ্য অনুযায়ী এর প্রধান বৈশিষ্ট্যগুলি হল:

  • ডিসপ্লে: ফোনটির ভেতরে থাকবে একটি বড় মেইন স্ক্রিন। স্ক্রিনের উপরের দিকে পাঞ্চ-হোল কাটআউটে থাকবে সেলফি ক্যামেরা।
  • কভার ডিসপ্লে: ফোন ভাঁজ করা অবস্থায় সময় বা নোটিফিকেশন দেখার জন্য বাইরের প্যানেলে থাকবে একটি ছোট ও সুন্দর কভার ডিসপ্লে।
  • ক্যামেরা: পেছনের দিকে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যা দিয়ে বেশ ভাল মানের ছবি তোলা যাবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব অপারেটিং সিস্টেম

হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারেও বড় বিপ্লব আনতে চলেছে এই ফোন। এটি চলবে সংস্থার নিজস্ব তৈরি NxtQuantum OS-এ। আমরা প্রায়ই দেখি নতুন ফোন কিনলে তাতে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ বা ‘ব্লোটওয়্যার’ থাকে, যা বিরক্তির কারণ হয়। কিন্তু Ai+ কথা দিয়েছে, তাদের এই ফোনে সেসব কিছুই থাকবে না। সংস্থা দাবি করছে, এই OS ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার সুরক্ষা নিশ্চিত করবে এবং ডেটার ওপর পুরো নিয়ন্ত্রণ ইউজারের হাতেই থাকবে।

কবে কিনতে পারবেন?

খুব বেশি অপেক্ষা করতে হবে না। 2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই এই ফোনটি বাজারে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তখনই এর প্রসেসর, RAM, স্টোরেজ এবং ব্যাটারি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

BHIM App ব্যাবহার করলে মিলছে নিশ্চিত ক্যাশব্যাক! আপনি পেয়েছেন কি?

১২ হাজারের কমেই সেরা 5G স্মার্টফোন লাগবে? POCO C85 5G-এর ধামাকা সেল শুরু!

পোস্ট অফিসের এই স্কিমে মাসে জমা দিন মাত্র ৭ হাজার, পাবেন বিরাট অঙ্কের রিটার্ন

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা! একদিনে ৮,০০০ টাকা বেড়ে আড়াই লাখে পৌঁছল রূপোর দাম

এক চার্জেই ১৫৮ কিলোমিটার, দাম শুনলে বিশ্বাসই করবেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ