এই মুহূর্তে




জানেন কী ৮০০০ টাকারও কমে পাওয়া যাচ্ছে ৩২ ইঞ্চি LED টিভি?

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় টিভি বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। বড় বড় ব্র্যান্ড সাশ্রয়ী দামে একের পর এক নতুন স্মার্ট টিভি আনছে।এরই মধ্যে ই-কমার্স সংস্থা Amazon-এ শুরু হয়েছে এমন কিছু অফার, যা ৩২-ইঞ্চি LED টিভি কিনতে আগ্রহী বাজেট ক্রেতাদের জন্য আকর্ষণীয়। সাধারণত ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ১০ হাজার টাকার কাছাকাছি হয়ে থাকে। কিন্তু চলতি অফারে মাত্র ₹৭,০০০ থেকে ₹৮,০০০ টাকার মধ্যেই বেশ কিছু জনপ্রিয় মডেল পাওয়া যাচ্ছে। এই দামের মধ্যে টিভিগুলো HD Ready রেজোলিউশন, স্মার্ট কানেক্টিভিটি, HDMI ও USB পোর্ট, এবং ওয়াই-ফাই সাপোর্ট দিচ্ছে। ফলে সাধারণ কেবল টিভি দেখার পাশাপাশি Netflix, Amazon Prime, YouTube-এর মতো ওটিটি অ্যাপও সহজেই ব্যবহার করা যাবে।

Kodak 32-ইঞ্চি Smart TV এখন ₹৭,৯৯৯ দামে পাওয়া যাচ্ছে। এতে ৩০ ওয়াট সাউন্ড আউটপুট, Miracast সাপোর্ট এবং স্লিম বেজেল ডিজাইন দেওয়া হয়েছে। অন্যদিকে VW Frameless 32S মডেল বাজারে মিলছে প্রায় ₹৭,৪৯৯ টাকায়। HD Ready ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং একাধিক HDMI/USB পোর্ট থাকায় এটি গেমিং ও দৈনন্দিন বিনোদনের জন্য ভাল বিকল্প।

এছাড়া Thomson এবং TCL-এর ৩২-ইঞ্চি টিভিও একই দামের মধ্যে মিলছে। Dolby Audio সাপোর্ট, উন্নত সাউন্ড কোয়ালিটি এবং সহজ স্মার্ট ইন্টারফেসের কারণে এ ধরনের মডেলগুলি গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। অর্থাৎ যারা কম বাজেটে স্মার্ট টিভি খুঁজছেন, তাদের জন্য এখনই হতে পারে সঠিক সময়। মাত্র ৮ হাজার টাকার মধ্যেই যে ফিচার ও স্মার্ট অভিজ্ঞতা মিলছে, কয়েক বছর আগেও তা কল্পনার বাইরে ছিল। ফলে এই অফারগুলো Amazon-এ বাজেট ক্রেতাদের আকর্ষণ করার পাশাপাশি স্মার্ট টিভির বাজারকেও আরও প্রতিযোগিতামূলক করে তুলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ হাজার ছাড়ে 6200mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন কিনুন, কোথায় পাবেন?

২৬ হাজার টাকা সস্তা Samsung Galaxy-র স্মার্টফোন, কোথায় পাবেন?

চিনের পরে Oppo Reno 15 series আসবে ভারতের বাজারে, কবে?

দেখানো হচ্ছে নগ্ন মডেল, বন্দুক, প্রকাশ্যে ফ্লিপকার্টের আপত্তিকর বিজ্ঞাপনের স্ক্রিনশট

১৪ হাজার টাকার বেশি সস্তায় Google Pixel 10, কোথায় পাওয়া যাচ্ছে?

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ