এই মুহূর্তে




১৪ হাজার টাকার কমে বিক্রি হচ্ছে Samsung এর 5G স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া দুনিয়া অচল। ছোটখাটো যেকোনও কাজের জন্য এই ফোনই প্রয়োজন। শুধু ফোন করাই নয়, বর্তমান জীবনে এক পা চলতে গেলেও দরকার হয় এই স্মার্ট ফোনের। তাই প্রতিদিনই নিত্য নতুন স্মার্টফোন বাজারে আসছে। একটার থেকে আর একটা কোম্পানি আরও বেশি উন্নত করতে নিত্যনতুন মোবাইল ফোন বাজারে আসছে।  বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন।এই বৈদ্যুতিন যন্ত্রটি হাতে না থাকলে যেন জীবনে কিছু নেই বলে অনেকে মনে করেন। উৎসবের মরশুমে নতুন ফোন ও টিভি কেনার জন্য একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে গ্রাহকদের। এবার আরও একবার সেই সুযোগ পেতে চলেছেন আমজনতা।

১৪ হাজার টাকা কম দামে স্মার্টফোন কিনতে চাইলে খুব সহজেই গ্রাহকরা কিনে নিতে পারবেন samsung-র ফোন। সংখ্যক অফিসিয়াল ওয়েবসাইটে দুর্দান্ত ডিল দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে samsung Galaxy F17 5G স্মার্টফোন কম দামে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে samsung এর এই ফোনটি ১৪৪৯৯ টাকায় লিস্ট করা হয়েছে। এই ফোনটি 4GB RAM এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। তবে গ্রাহকরা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫০০ টাকা ছাড় পেতে পারবে। এর ফলে ফোনটির দাম আরো কিছুটা কমবে। কোনটি গ্রাহকরা তখন কিনতে পারবেন ১৩৯৯৯ টাকায়। Samsung Galaxy F17-এ রয়েছে Exynos 1330 প্রসেসর। এটি একটি পুরনো চিপসেট, যা ২০২৪ সালের কিছু ফোনে ব্যবহার করা হয়েছিল।

ফোনটিতে রয়েছে ৬.৭-inch Full HD+ Super AMOLED ডিসপ্লে, যার সাথে ৯০ হার্জ refresh rate রয়েছে। এই দামে Super AMOLED ডিসপ্লে পাওয়া গেলে তা নিঃসন্দেহে একটি বড় আকর্ষণ। ক্যামেরা হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সল প্রাইমারি সেন্সর সহ Triple Rear Camera Setup। সেলফির জন্য থাকবে ১৩ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি হিসেবে থাকবে ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

২০০ মেগাপিক্সেলের জাদু নিয়ে ২ ডিসেম্বর আসছে স্মার্টফোনের নতুন রাজা Vivo X300 Pro

বাজার মাতাতে এল Samsung Galaxy Tab A11+, চমকপ্রদ ফিচার আর 7 বছরের সফটওয়্যার আপডেট

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ