এই মুহূর্তে




স্মার্টফোন বাজারে চমক দিতে আসছে Honor X9c 5G, টক্কর দেবে Vivo-কে




নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে ফের ঝড় তুলতে চলেছে Honor! আগামী ৭ জুলাই লঞ্চ হতে চলেছে তাদের নতুন ফোন Honor X9c 5G, যা ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। ভারতে ফোনটি পাওয়া যাবে Amazon-এর মাধ্যমে। বিশাল ডিসপ্লে, ক্যামেরা টেকনোলজি, শক্তিশালী ব্যাটারি ও একাধিক প্রিমিয়াম ফিচারের জোরে এই ফোন Vivo-র ফোল্ডেবল ফোনগুলিকে কড়া টক্কর দিতে প্রস্তুত।

  • পারফরম্যান্সের দিক থেকেও ফোনটি নজরকাড়া। রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট, সঙ্গে 8GB RAM256GB Storage। সব মিলিয়ে, গেমিং হোক বা মাল্টিটাস্কিং – সবেতেই ফোনটি সাবলীল।
  • এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর 108MP প্রাইমারি ক্যামেরা, যেখানে আছে OIS ও EIS – ফলে ছবি তুলুন চলন্ত গাড়ি থেকেও, ঝকঝকে ছবি পাবেনই। এছাড়া AI Erasing ToolMotion Detection Tool থাকায় অপ্রয়োজনীয় জিনিস এক ক্লিকে মুছে ফেলা যাবে।
  • ব্যাটারি দিক থেকে রয়েছে বিশাল 6600mAh ব্যাটারি, আর চার্জিংয়ের জন্য রয়েছে 66W SuperCharge। মাত্র কয়েক মিনিটেই ব্যাটারি হয়ে যাবে ফুল চার্জ! সাউন্ড সেকশনে রয়েছে Dual Stereo Speakers, ফলে সিনেমা দেখা বা গেম খেলা আরও বেশি রিয়েলিস্টিক হবে।
  • Honor X9c 5G ফোনটি এসেছে SGS Drop Resistance Certification সহ, অর্থাৎ পড়ে গেলেও সহজে ভাঙবে না। তাছাড়া রয়েছে IP65M রেটিং, যা জল-ধুলোর হাত থেকেও রক্ষা করে। ফোনটির পুরুত্ব মাত্র 98 mm, আর ওজন 189 গ্রাম – যা একে হালকা ও সহজে বহনযোগ্য করে তোলে।
  • ডিসপ্লে-তেও রয়েছে ধামাকা – বিশাল 78-inch Curved AMOLED স্ক্রিন, যার 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, ও সর্বোচ্চ 4000 nits ব্রাইটনেস। পাশাপাশি 3840Hz PWM Dimming চোখকে আরাম দেয়।
  • ফোনটি চলবে MagicOS 9.0-তে, যা Android 15 ভিত্তিক এবং ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী নিজেকে অপ্টিমাইজ করে। ভারতের বাজারে Jade CyanTitanium Black – এই দুটি রঙে ফোনটি পাওয়া যাবে। দাম এখনও ঘোষণা হয়নি, ৭ জুলাই জানা যাবে।

এদিকে, প্রতিদ্বন্দ্বী Vivo-ও পিছিয়ে নেই। তারা আনছে X200 FE এবং X Fold5, যা ১৪ জুলাই লঞ্চ হবে। তাই জুলাই মাস জুড়েই ভারতীয় বাজারে শুরু হতে চলেছে এক জমজমাট স্মার্টফোন যুদ্ধ, আর তার শুরুটা করতে চলেছে Honor X9c 5G!

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

LG, Whirlpool-কে টেক্কা দিতে ফ্রিজ-এসি আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স

Apple প্রেমীদের জন্য বড় চমক, আসছে পাতলা ও অত্যাধুনিক iPhone 17 Air!

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লে ট্রাই-ফোল্ড ফোন নিয়ে এল ভারতের এই সংস্থা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

১২জিবি RAM, ৩২ MP 4k সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে আইকিউর নতুন ফোন, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ