এই মুহূর্তে




সস্তায় গেমিং ফোন আনছে Lava! এই মাসেই বাজারে আসছে Play Max 5G!

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মোবাইল সংস্থা Lava সম্প্রতি মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে বেশ সক্রিয়। গত মাসেই তারা Lava Agni 4 মডেলটি ২২,৯৯৯ টাকায় লঞ্চ করেছে। এর রেশ কাটতে না কাটতেই এবার সংস্থা একটি নতুন চমক নিয়ে আসছে! খুব শিগগিরই বাজারে আসতে চলেছে একটি সাশ্রয়ী গেমিং ফোন, যার নাম Lava Play Max 5G। সংস্থা ইতিমধ্যেই #GamingBeast হ্যাশট্যাগ দিয়ে ফোনটির টিজার লঞ্চ হয়েছে এবং নিশ্চিত করেছে যে এটি এই ডিসেম্বর মাসেই ভারতে লঞ্চ হবে।

Lava Play Max 5G-এর নির্দিষ্ট লঞ্চ তারিখ এখনও জানায়নি। এই মোবাইলটি মূলত কম দামে একটি অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে। মনে করা হচ্ছে, Lava Play Max 5G ১৫,০০০-এর কমে 5G ফোন হতে পারে। ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে।

Lava Play Max 5G-এর সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশনস:

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Lava Play Max 5G ফোনটি MediaTek-এর শক্তিশালী Dimensity 7300 প্রসেসরের (Processor) সাথে লঞ্চ করা হবে। এটি ৪ ন্যানোমিটার (4nm) ফেব্রিকেশন টেকনোলজিতে তৈরি মোবাইল চিপসেট, যা ২.৫GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। প্রসঙ্গত, গত আগস্ট মাসে লঞ্চ হওয়া Lava-র Lava Play Ultra 5G ফোনটিও একই প্রসেসরের সাথে ১৪,৯৯৯ টাকায় বাজারে এসেছিল।

Lava Play Max 5G-এর অন্যান্য ফিচার্সের দিকে নজর দিলে দেখা যায়, এই স্মার্টফোনটিতে একটি ডেডিকেটেড ভেপার কুলিং চেম্বার দেওয়া হবে। গেমিংয়ের সময় ডিভাইসটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে এবং ফোনকে ঠান্ডা রাখতে এটি অত্যন্ত কার্যকর হবে। মাল্টিটাস্কিংয়ের (Multitasking) জন্য ফোনটিতে 6GB এবং 8GB RAM অপশন থাকতে পারে, যার সাথে 128GB UFS 3.1 স্টোরেজ টেকনোলজি (Technology) যুক্ত থাকবে বলে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে।

ডিসপ্লের কথা বলতে গেলে, ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Lava Play Max 5G ফোনটি 6.72-inch FullHD+ Display লঞ্চ হতে পারে, যার সাথে 120Hz Refresh Rate সাপোর্ট থাকবে। ফটোগ্রাফির জন্য এই Lava ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর (Sensor) এবং একটি সেকেন্ডারি AI লেন্স থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য বলছে, ফোনটির ক্যামেরা EIS (ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট করবে।

Lava Play Max 5G ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এখনও প্রকাশ করা হয়নি। তবে বর্তমান বাজারে বড় ব্যাটারির ট্রেন্ড দেখে আশা করা যায়, এই Lava ফোনটি অন্তত 6,000mAh ব্যাটারি সহ বাজারে আসবে। এর আগে Lava Play Ultra ফোনটিতে 33W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। তাই ব্যবহারকারীরা Play Max গেমিং ফোনে আরও বড় ব্যাটারি আশা করছেন।

দাম এবং প্রতিযোগীদের সাথে টক্কর:

যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে, Lava Play Ultra ১৪,৯৯৯ টাকা প্রাথমিক দামে লঞ্চ হয়েছিল, যেখানে 6GB RAM + 128GB স্টোরেজ ছিল। এই মডেলের ৮জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ১৬,৪৯৯ টাকা। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আসন্ন Lava Play Max ব্র্যান্ডের Play Ultra এর থেকেও সস্তা হতে পারে। Lava Play Max 5G ফোনটির দাম প্রায় ১২,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে। তবে, নিশ্চিত লঞ্চ তারিখ এবং সম্পূর্ণ স্পেসিফিকেশনের জন্য Lava-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

বাজারে আসার পরই Lava Play Max ফোনটির সরাসরি প্রতিযোগিতা হবে realme C85 5G ফোনের সাথে। এছাড়াও, ডিসেম্বরের প্রথম সপ্তাহে realme P4x এবং Redmi 15C 5G ফোনগুলিও ভারতীয় বাজারে আসছে, যা Lava-র মোবাইলটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাজার কাঁপাতে একেবারে নতুন অবতারে আসছে এই জনপ্রিয় গাড়ি

বড় ব্যাটারির চমক! লঞ্চ হল Oppo A6x 5G, বাজিমাত করতে প্রস্তুত নতুন বাজেট স্মার্টফোন

Vivo-র নয়া ফোনের দাম কত? কবে থেকে কিনতে পারবেন গ্রাহকরা?

DSLR ভুলে যাবেন এই ফোনের ক্যামেরা দেখলে! Xiaomi 17 Ultra আসছে এই মাসেই!

বিয়ের মরশুমে মধ্যবিত্তদের স্বস্তি! হাজার হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক নয়, স্পষ্ট জানালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ