এই মুহূর্তে




১২ হাজারের কমেই সেরা 5G স্মার্টফোন লাগবে? POCO C85 5G-এর ধামাকা সেল শুরু!

নিজস্ব প্রতিনিধি: আপনি কি আপনার বাজেটের মধ্যে একটি দুর্দান্ত 5G স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর! Flipkart-এ শুরু হয়ে গেছে নতুন POCO C85 5G স্মার্টফোনের প্রথম সেল। সংস্থা দাবি করছে, ১২ হাজার টাকার কমে এটিই বাজারের সেরা ব্যাটারি ব্যাকআপওয়ালা ফোন। চলুন, দেখে নেওয়া যাক কেন এই ফোনটি নিয়ে এত হইচই।

কম দামে প্রিমিয়াম 5G:

POCO বরাবরই কম দামে ভাল ফিচারের জন্য পরিচিত, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে:

  • 4GB RAM + 128GB Storage: মাত্র 10,999 টাকা
  • 6GB RAM + 128GB Storage: মাত্র 11,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage: মাত্র 13,499 টাকা

তবে দাঁড়ান, এখানেই শেষ নয়! প্রথম দিনের সেলের জন্য রয়েছে স্পেশাল অফার। আপনি যদি HDFC, ICICI বা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তবে পেয়ে যাবেন ফ্ল্যাট 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়া পুরনো ফোন বদলালে বা এক্সচেঞ্জ করলে মিলবে অতিরিক্ত 1,000 টাকার বোনাস। আর পকেটে চাপ না দিতে চাইলে ৩ মাসের নো-কস্ট EMI সুবিধাও থাকছে।

ব্যাটারি যেন ফুরোতেই চায় না!

এই ফোনের সবচেয়ে বড় চমক হল, এর বিশাল 6000mAh ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে এটি অনায়াসেই দু’দিন চলে যাবে। বক্সে থাকছে 33W ফাস্ট চার্জার, যা মাত্র 28 মিনিটে ফোনটিকে 50% চার্জ করে দিতে সক্ষম।

সবচেয়ে মজার ফিচার হল, এর 10W রিভার্স চার্জিং। অর্থাৎ, আপনার এই ফোনটি একটি পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে! দরকারে আপনি এই ফোন থেকেই আপনার ইয়ারবাডস, স্মার্টওয়াচ বা বন্ধুর ফোন চার্জ দিতে পারবেন।

ডিসপ্লে এবং পারফরম্যান্স:

বড় স্ক্রিন প্রেমীদের জন্য এতে দেওয়া হয়েছে 6.9 Inch-এর বিশাল ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রল করা বা ভিডিও দেখা হবে মাখনের মতো মসৃণ।

ফোনের ভেতরে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 6300 প্রসেসর। এর AnTuTu স্কোর 4.5 Lakh-এর বেশি, যা এই বাজেটে গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী।

ক্যামেরা ও সফটওয়্যার:

ফটোগ্রাফির জন্য পেছনে রয়েছে 50MP AI Dual ক্যামেরা সেটআপ। আর স্টোরেজ নিয়ে চিন্তা নেই, কারণ সব মডেলই শুরু হচ্ছে 128GB স্টোরেজ দিয়ে। ফোনটি চলছে লেটেস্ট HyperOS 2.0-এ, যা Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি। POCO প্রতিশ্রুতি দিয়েছে যে এতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ডিজাইন:

এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু বেশ স্লিম, মাত্র 7.99mm পাতলা। এর কোয়াড-কার্ভড ব্যাক ডিজাইন একে প্রিমিয়াম লুক দেয়। ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি সুন্দর রঙে— Mystic Purple, Spring Green, এবং Power Black

তাই আপনি কম দামে একটি স্টাইলিশ ও পাওয়ারফুল ফোন কিনতে চান, তবে POCO C85 5G হতে পারে আপনার সেরা পছন্দ। স্টক শেষ হওয়ার আগেই Flipkart-এ গিয়ে চেক করতে ভুলবেন না!

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

BHIM App ব্যাবহার করলে মিলছে নিশ্চিত ক্যাশব্যাক! আপনি পেয়েছেন কি?

মধ্যবিত্তের স্বপ্নপূরণ! বাজেট দামেই ফোল্ডেবল ফোন আনছে ভারতীয় সংস্থা Ai+

পোস্ট অফিসের এই স্কিমে মাসে জমা দিন মাত্র ৭ হাজার, পাবেন বিরাট অঙ্কের রিটার্ন

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

মধ্যবিত্তদের হাতে ছ্যাঁকা! একদিনে ৮,০০০ টাকা বেড়ে আড়াই লাখে পৌঁছল রূপোর দাম

এক চার্জেই ১৫৮ কিলোমিটার, দাম শুনলে বিশ্বাসই করবেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ