এই মুহূর্তে




পরপর তিনদিন শেয়ার বাজারে পতন, সেনসেক্স পড়ল ২৮৭ পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বরের শুরু থেকেই ভারতীয় শেয়ার বাজার তেজি ছিল। কিন্তু চলতি মাসের শেষের দিকে এসে পতন শুরু হয়েছে। পরপর তিনদিন ভারতীয় শেয়ার বাজারে হতাশার চিত্র। বৃহস্পতিবারও বিএসই সেনসেক্স ২৮৭ পয়েন্ট পড়ে থামল ৫৯,১২৬ পয়েন্টে। অপরদিকে এনএসই নিফটি ৯৩ পয়েন্ট পড়ে থামল ১৭,৬১৮ পয়েন্টে। বিশেষজ্ঞদের দাবি, ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি এবং স্টিলের শেয়ারে পতনের কারণেই শেয়ার বাজারে ধস নেমেছে।

বৃহস্পতিবার দুপুরে সর্বোচ্চ ৩৯৪ পয়েন্ট পতন হয়েছিল সেনসেক্সে। সেই সময় সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৫৯,০১৯ পয়েন্টে। তবে সেপ্টেম্বর সিরিজে সেনসেক্স ৫.৬৮ শতাংশ এবং নিফটি 50 সূচক ৫.৮৯ শতাংশ বেড়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভূক্ত ১৫টি সেক্টরের মধ্যে ১০টির শেয়ার প্রায় ১ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। নিফটি মেটাল, আইটি, মিডিয়া, প্রাইভেট ব্যাঙ্ক, অটো এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস সূচকগুলিও ০.৪ থেকে ১ শতাংশের মধ্যে পতন হয়েছে। অন্যদিকে রিয়েলিটি এস্টেড, সরকারি ব্যাঙ্ক, ফার্মা, কনজিউমার ডিউরেবলস এবং হেলথ কেয়ার সংস্থাগুলির ইনডেক্স সূচক বৃদ্ধি পেয়ে শেষ হয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, নিফটি মিডক্যাপ ১০০ সূচক ০.৪২ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ০.৭৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় মিড এবং স্মল-ক্যাপ শেয়ারগুলি তাদের বৃহত্তর সহকর্মীদের চেয়ে ভাল করেছে। বৃহস্পতিবার নিফটি -তে পাওয়ার গ্রীডের শেয়ারে সবচেয়ে বড় ধাক্কা পেয়েছে। এছাড়া এশিয়ান পেইন্টস, শ্রী সিমেন্ট, অ্য়াক্সিস ব্যাঙ্ক, ইচেয়ার মোটরস, হিরো মোটোকর্প, ইন্ডিয়ান অয়েল, জেএসডব্লু স্টিল, বাজাজ অটো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার ১.৫ থেকে ২.২ শতাংশ পতন হয়েছে। অপরদিকে, বিএসই সেনসেক্সে সার্বিকভাবে বাজার ইতিবাচক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ সেনসেক্সে ১,৮৪৫টি শেয়ার লাভ করেছে এবং ১,৪৩০টি লোকসানে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

নতুন বছরেই আসছে Samsung-র নতুন ফোন, কবে কত দামে আসছে জানুন

Jio-র স্পেশাল রিচার্জ: ১৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকার সুবিধা

তেল ছাড়াই চলবে রয়্যাল এনফিল্ড, প্রথম বৈদ্যুতিক মোটর বাইক কবে আসছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ