এই মুহূর্তে




১৫ জুলাই জানা যাবে কিয়ার এই নতুন গাড়ির দাম, দেখে নিন কী কী থাকছে?




নিজস্ব প্রতিনিধি: স্বনামধন্য গাড়ি নির্মাণকারী সংস্থা Kia তাদের নতুন Kia Carens Clavis EV-এর মাধ্যমে ভারতের ইলেকট্রিক গাড়ির জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। জানা গিয়েছে, গাড়িটির দাম ঘোষণা হবে আগামী ১৫ জুলাই। এই গাড়িটি কিয়ার প্রথম মাস-মার্কেট ইলেকট্রিক গাড়ি এবং একাধারে ভারতের দ্বিতীয় ইলেকট্রিক এমপিভি হতে চলেছে। এই মুহূর্তে গাড়িটির একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে BYD eMax 7, যার দাম ২৬.৯০-২৯.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)। ফলে Carens Clavis EV একটি বিশেষ স্থান দখল করতে চলেছে ভারতের ইভি মার্কেটে।

ব্যাটারি ও রেঞ্জের দিক থেকে, Carens Clavis EV-তে থাকবে ৪২ কিলোওয়াট আওয়ার এবং ৫১.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্প, যা Hyundai Creta Electric-এর মতো পাওয়ারট্রেনের সঙ্গেই আসবে। ফ্রন্ট অ্যাক্সেলে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর দ্বারা চলবে এই গাড়ি। যদিও পাওয়ার আউটপুট প্রায় Creta Electric-এর মতোই হতে পারে, গাড়িটির বড় সাইজের কারণে রেঞ্জ ও পারফরম্যান্স সামান্য কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আগের স্পাই শট অনুযায়ী, EV ভেরিয়েন্টে আইসি ভার্সনের তুলনায় আলাদা সাসপেনশন সেটআপ থাকবে, যাতে ব্যাটারি ও মোটরের অতিরিক্ত ওজনের ভার বহন সহজ হয়।

ডিজাইনের ক্ষেত্রে, Carens Clavis EV বহুলাংশে ICE মডেলের মতোই দেখতে হবে। এতে থাকছে কিয়ার সিগনেচার LED ‘আইস কিউব’ প্যাটার্নের হেডল্যাম্প, স্লিম LED লাইট বার সহ নজরকাড়া রিয়ার ডিজাইন। তবে ইভি ভেরিয়েন্টে বিশেষ কিছু ইভি-স্পেসিফিক স্টাইলিং যেমন অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল, সংশোধিত ফ্রন্ট ও রিয়ার বাম্পারও যুক্ত হতে পারে।

কেবিনে, Carens Clavis EV-তে থাকবে ICE মডেলের মতোই প্রিমিয়াম ডুয়াল-টোন ড্যাশবোর্ড, সঙ্গে দুটি ১২.৩ ইঞ্চির ডিসপ্লে – একটি ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য, আরেকটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লের জন্য। ফিচার তালিকায় থাকছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, প্যানোরামিক সানরুফ, বোস সাউন্ড সিস্টেম, ৪-ওয়ে ইলেকট্রিক ড্রাইভার সিট, কেবিন এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস চার্জার ইত্যাদি।

নিরাপত্তার দিক থেকে, Carens Clavis EV স্ট্যান্ডার্ড হিসেবে পাবে ৬টি এয়ারব্যাগ, সামনের ও পেছনের ডিস্ক ব্রেক, ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস-ইবিডি, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোল এবং ভেহিকল স্টেবিলিটি ম্যানেজমেন্ট। উচ্চতর ভেরিয়েন্টে থাকতে পারে লেভেল-২ এডাসও।

সবমিলিয়ে, Kia Carens Clavis EV ভারতের এমপিভি সেগমেন্টে ইলেকট্রিক গাড়ির বিকল্প হিসেবে অভিনব ও আকর্ষণীয় চয়ন হয়ে উঠতে চলেছে, যা পরিবেশবান্ধব প্রযুক্তি এবং প্রিমিয়াম ফিচারের দুর্দান্ত সংমিশ্রণ নিয়ে আসবে। ১৫ জুলাইয়ের দামের ঘোষণার পর এই গাড়িটি সম্পর্কে আরও বিশদে জানা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

LG, Whirlpool-কে টেক্কা দিতে ফ্রিজ-এসি আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স

Apple প্রেমীদের জন্য বড় চমক, আসছে পাতলা ও অত্যাধুনিক iPhone 17 Air!

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লে ট্রাই-ফোল্ড ফোন নিয়ে এল ভারতের এই সংস্থা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

১২জিবি RAM, ৩২ MP 4k সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে আইকিউর নতুন ফোন, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ