এই মুহূর্তে




ডুয়াল ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ নতুন ফোন আনল Vivo, কী রয়েছে এই ফোনে?

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই নতুন নতুন ফোন বাজারে আসছে। মানুষকে আরও বেশি উন্নত পরিষেবা দিতে তৎপর এই মোবাইল সংস্থাগুলো। প্রতিটি সংস্থাই এখন বাজার দখলের পথে নেমেছে। এই বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। নিত্য নতুন ফিচার নিয়ে বাজারে আসেছে নতুন নতুন ফোন। রিয়েলমি, রেডমি, সামসাং, ওপ্পোর মতো ভিভো তাঁদের ফোনে নতুন নতুন ফিচার আনছে।

Vivo ভারতে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। ভারতে এসেছে Vivo Y19s 5G। এই ফোনে রয়েছে ৬ হাজার মেগাহার্জের ব্যাটারি ও ৫জি কানেক্টিভিটি। তবে কত দামে এটি বিক্রি করা হবে সেই নিয়ে কিছু জানানো হয়নি। ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটি লিস্ট করা হয়েছে। ভারতে দুটি রঙে রয়েছে ফোনটি। সঙ্গে তিনটি স্টোরেজ পাওয়া যাবে।

এই ফোনের সমস্ত স্পেশিফিকেশন প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, এই ফোনে টিয়ারড্রপ সাইজের ডিসপ্লে নচ পাওয়া যাবে। সেখানে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে এই ডিভাইসটি 6nm প্রসেসের। MediaTek Dimensity চিপসেটে কাজ করবে। Vivo Y19s ফোনের রিয়ারে ডুয়াল রিয়ার ক্যামেরা দেখা যাচ্ছে। জানা যাচ্ছে, এই ফোনের স্টোরেজ হিসেবে থাকবে 4GB RAM + 64GB  স্টোরেজ, 4GB RAM + 128GB স্টোরেজ, এবং 6GB RAM + 128GB স্টোরেজ। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। রেজোলিউশন ৭২০X১৬০০ পিক্সেল। ৯০হার্জ রিফ্রেশ রেট। এই ফোনে ৭০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে। ডিভাইসটি ডুয়ালসিম থাকবে। এই ডিভাইসে অক্টা-কোর 6nm MediaTek 6300 চিপসেট অফার করা হয়েছে। ফোনটি LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত eMMC5.1 অনবোর্ড স্টোরেজ সহ পেয়ার করা।

ফোনের ক্যামেরার ওপরে অনেক কিছু নির্ভর করে। এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এতে রয়েছে ১৩ মেগাপিক্সল প্রাইমারি ক্যামেরা।০.৮ মেগাপিক্সল সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য ৫ মেগাপিক্সল ক্যামেরা থাকবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লঞ্চ হল X Chat, তবে কি WhatsApp-এর দিন শেষ?

আপগ্রেডের চমক! আসছে Redmi 15C, ফাঁস গুরুত্বপূর্ণ তথ্য

200MP ক্যামেরা, 7500mAh ব্যাটারি সহ বাজারে নতুন ফোন আনল Oppo

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

শুরু Tata Sierra-এর আন অফিসিয়াল বুকিং, নতুন প্রজন্মের SUV-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে

অফার! ৯ হাজার টাকার কমে POCO M7 5G, কোথায় পাবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ