এই মুহূর্তে




নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন কর্মীদের হাজিরার

নিজস্ব প্রতিনিধি: নবান্নে ফের সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীরা অফিসে এসেছেন কি না, কাজ ঠিক মতো হচ্ছে কি না, বুধবার আচমকা পরিদর্শন করে খোঁজ নিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বুধবার দুপুর ১২টা ১৫ নাগাদ আচমকা নবান্নে ভূমি সংস্কার ও অর্থদফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব। প্রথমে ছয় তলায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১২ তলায় অর্থ দফতরের যান তিনি। সেখানে অর্থ সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। পাশাপাশি কর্মীদের পরিবার-পরিজনের কুশল সংবাদও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। তাঁদের ছেলেমেয়ে কেমন আছেন তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দফতরের কর্মীদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। দফতরের সচিবের কাছ থেকে জানতে চান, ফাইল কেন এত জমে আছে।

উল্লেখ্য এর আগে আচমকা স্বরাষ্ট্র দফতর ও পার্বত্য বিষয়ক দফতরে আচমকা হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় ডিএ আন্দোলনে সামিল হয়েছিলেন কর্মীদের একাংশ। মুখ্যমন্ত্রী কর্মীদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। প্রসঙ্গত বকেয়া ডিএর দাবিতে এখনও লাগাতার আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এর ফলে বিভিন্ন দফতরে কর্মীর অভাবে কাজ এগোচ্ছে না। গোটা বিষয়টি নিজের চোখে দেখার জন্য এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিট করেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুজোয় ৫দিনে আইন ভাঙার অপরাধে শহরে গ্রেফতার ৩৪৮ জন

প্যান্ডেল হপিং সৌরভের, শ্রীভূমিতে তুললেন নিজস্বী, সুরুচিতে বাজালেন ঢাক

রাত পোহালেই বিজয়া দশমী, গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ

নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, বাজালেন কাঁসর-ও

বর্ষাতিকে সঙ্গী করেই ‘নবমী নিশি’তে মণ্ডপে-মণ্ডপে মানুষের ঢল

‘ভারী বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন’, পুজোর উদ্যোক্তাদের নির্দেশ ফিরহাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ