এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দেশের ১২টি রাজ্যে বিজেপির বিরুদ্ধে 1:1 Fight’র প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি: পাখির চোখে ২৪। পাখির চোখে মোদির(Narendra Modi) অপসারণ। পাখির চোখে বিজেপি(BJP) হটাও। সেই লক্ষ্যেই বিজেপি বিরোধী শিবিরের বৈঠক হয়ে গিয়েছে পটনায়। সেখানে সবকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলই ঐক্যমত্যে পৌঁছেছে ২৪’র যুদ্ধে বিজেপিকে পরাস্ত করতে। আর সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেখানো রাস্তায় দেশের ১২টি রাজ্যে বিজেপির বিরুদ্ধে 1:1 Fight’র প্রস্তুতি এখন তুঙ্গে উঠেছে। যে ১২টি রাজ্যে এই ফর্মুলা প্রয়োগ করা হতে পারে সেগুলি হল বাংলা(Bengal), বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং কর্ণাটক। এই ১২টি রাজ্যের মোট ৩৫০টি লোকসভা কেন্দ্রে মমতা চান বিজেপির বিরুদ্ধে জোটের ১জন প্রার্থীকেই দাঁড় করাতে। তাতে সন্মতি থাকছে রাহুল গান্ধিরও(Rahul Gandhi)। তাই জোট গড়তে খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না।

আরও পড়ুন করমণ্ডলের স্মৃতি ফিরিয়ে ওন্দায় মালগাড়ির ঘাড়ে চাপল ইঞ্জিন

তবে এই জোট পথে কাঁটাও থাকছে। বাংলায় বাম ও কংগ্রেসের ঝুলিতে কটি আসনে লড়াই করার সুযোগ মিলবে সেই প্রশ্ন থাকছে। বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এই দুই দলকে মমতা আদৌ কোনও আসন ছাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। রাহুল মমতার ফর্মুলায় রাজী হলেও বাংলার বাম ও কংগ্রেস নেতারা মমতাকে জমি ছেড়ে দেবেন একথা অতি বড় মমতাপন্থী নেতাও বিশ্বাস করেন তা। বরঞ্চ তাঁরা সেক্ষেত্রে মুখে ত্যাগ স্বীকের করবেন, কিন্তু পর্দার পিছনে বিজেপিকেই মদত যুগিয়ে যাবেন তৃণমূলকে ড্যামেজ করতে। আবার দিল্লিতে কংগ্রেস ও আপের মধ্যে কোন সূত্রে আসন বন্টন হবে তা নিয়েও প্রশ্ন থাকছে। কেননা বাংলার মতোই দিল্লির বিধানসভাতেও কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। পঞ্জাবের বিধানসভায় কংগ্রেসের প্রতিনিধি থাকলেও সেখানে আপ কটি আসন কংগ্রেসকে ছাড়বে তা নিয়ে প্রশ্ন ঝুলে থাকছে।

আরও পড়ুন এই প্রথম পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন অভিষেক

জোট কারিগরদের হিসেব অনুযায়ী, এই মুহূর্তে লোকসভা ভোট হলে এই ১২ রাজ্যে একের বিরুদ্ধে এক প্রার্থী ছাড়াই তাদের ঝুলিতে আসতে পারে ১৮৫-১৯০টি আসন। আর যদি জোট ফর্মুলা সঠিকভাবে কার্যকর হয়, তাহলে বিরোধীদের আসনসংখ্যা ২৭০ ছাড়িয়ে যাওয়াও অসম্ভব নয়। এছাড়া রয়েছে বাকি রাজ্যগুলি। অতএব ২০২৪ সালে যদি সর্বত্র একের বিরুদ্ধে এক ফর্মুলা কার্যকর করা যায়, তাহলে বিজেপির বিদায় কার্যত নিশ্চিত। পটনার বৈঠকে ১৫টি দলই এব্যাপারে একমত হয়েছে। কিন্তু একমত হওয়া আর সেই মতকে বাস্তবায়িত হওয়ার মধ্যে ফারাক থাকেই। তবে অনেকেই মনে করছেন, জোটের পথে কাঁটা এলে হয়তো সেক্ষেত্রে মমতাই এগিয়ে আসবেন সমস্যা সমাধানে। কেননা বাংলার বুকে বাম ও কংগ্রেস নেতারা যতই মমতা বিরোধীতায় অনড় থাকুক না কেন, জাতীয় স্তরের রাজনীতিতে এখন অনেকেই মমতামুখী। তার মধ্যে যেমন অরবিন্দ কেজরিওয়াল আছেন তেমনি আছে তেজস্বী যাদবও। আছেন অখিলেশ সিং যাদবও।

আরও পড়ুন বাংলার বাগদায় মজেছে বিশ্ব, বেড়েছে রফতানি

বাংলার অন্ধ মমতা বিরোধী নেতারা এই জোট ফর্মুলা মেনে নিতে না পারলে বাংলার মানুষই তাঁদের রাজনীতির ময়দান থেকে বিদেয় করে দেব। আর এই প্রসঙ্গেই আরও একবার জল্পনা বেড়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির বদল ঘিরে। অনেকেই মনে করছেন, অধীররঞ্জন চৌধুরী জোট না মানলে তাঁকে পদ থেকে সরিয়ে মমতাপন্থী কোনও নেতাকে সেই পদে বসাতে পারেন রাহুল। আর সেই তালিকায় প্রথম নামই রয়েছে প্রদীপ ভট্টাচার্যের। এমনটাই দাবি সূত্রের। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণের অভিযোগ নিয়ে ‘স্পিকটি নট’ রাজ্যপাল বোস

অভিজিতের এফআইআর খারিজের আর্জি শুনবেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ

‘সত্যের জয় হল’, জেল থেকে বেরিয়ে বললেন জীবনকৃষ্ণ সাহা

বেআইনি নির্মাণে মিলবে না পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, নয়া নির্দেশ কলকাতা পুরসভার  

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির পিয়ালি দাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর