এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গায়ের জোরে খেজুরিতে বনধ চালাচ্ছে বিজেপি, আতঙ্কিত আমজনতা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি মহকুমার খেজুরির(Khejuri) বাঁশগোড়ায় গত ২৩শে নভেম্বর তৃণমূলের সভামঞ্চ ও প্রচারগাড়ি ভাঙচুর এবং তৃণমূলকর্মীদের মারধরের ঘটনা ঘটে। সেই মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়েরও হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিজেপির মণ্ডল সম্পাদক রবীন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। এদিন অর্থাৎ সোমবার তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে খেজুরির ২টি ব্লকেই ১২ ঘন্টার বনধ(Bandh) ডেকেছে বিজেপি(BJP)। গতকালই সেই বনধ ডাকার কথা ঘোষণা করা হয়। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা অবধি এই বনধ ডাকা হয়েছে। যদিও জরুরি পরিষেবাকে এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে। স্থানীয় তৃণমূল(TMC) নেতৃত্বের তরফে আমজনতাকে এই বনধে সামিল না হতে যেমন বলা হয় তেমনি স্থানীয় প্রশাসনের তরফেও খেজুরির সব দোকানপাট থেকে শুরু করে বাজার, ব্যবসায়ীদের কাছে খোলা রাখার আবেদন জানানো হয়েছিল। কিন্তু এদিন দেখা গেল খেজুরিজুড়ে বিজেপি আতঙ্কে বনধের বিরোধিতা করেননি কোনও ব্যবসায়ী। তাঁরা দোকানপাট বাজার বন্ধই রেখেছেন।

এদিন সকাল থেকেই বনধের সমর্থনে রাস্তায় নামে গেরুয়া ব্রিগেড। রীতিমত বাঁশ, লাঠি হাতে মাঠে নেমে পড়ে বিজেপির কর্মীরা। যে সব দোকান খোলা ছিল, সেগুলিতে ব্যাপক ভাঙচুর করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। আর তার জেরেই সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে খেজুরিতে। একই সঙ্গে সকাল থেকে রাস্তা অবরোধ করে বনধ সফল করার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। কিন্তু পুলিশ এসে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে তাঁদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি বাঁধে পুলিশকর্মীদের। বেলা বাড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কিছু জায়গায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ চালিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। এলাকায় বাস চলাচল পুরোপুরি বন্ধ। যে সব টোটো রাস্তায় বেড়িয়েছিল, সেই সব টোটোর চালকদের মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির কর্মীদের বিরুদ্ধে।

যদিও এদিন বনধের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। শাসকদলের তরফে জানানো হয়েছে এই ধরনের কর্মনাশা বনধ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। খেজুরির সব দোকানপাট থেকে শুরু করে বাজার, ব্যবসায়ীদের কাছে খোলা রাখার আবেদন জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। বনধের সমর্থনে খেজুরির একাধিক এলাকার এদিন সকাল থেকে যেমন মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা, তেমনি বনধের বিরোধীতায় প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূলও। বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। কিন্তু পুলিশ কিছুটা চলে যেতেই ফের অবরোধে বসে পড়ছেন বিজেপি কর্মীরা। এর জেরে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে খেজুরিতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্বাচন শেষে রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খুলতে ব্যস্ত কর্মীরা

হলদিয়াতে ভোট প্রচারে গিয়ে বিয়ের সম্বন্ধর প্রস্তাব পেলেন দেবাংশু , কিন্তু এখনই বিয়েতে নারাজ

কৃষ্ণনগরে স্ট্রং রুমের নজরদারিতে ঢিলে ঢালা ভাব, আসানসোলে বজ্র আঁটুনি

নামখানা এলাকায় নদী বাঁধে বড় ফাটল, বাঁধ তৈরীর নামে দুর্নীতির অভিযোগ

এগরাতে বিজেপি – তৃণমূল সংঘর্ষ ,অবরোধ ,ঘটনাস্থলে পুলিশ

সবজির বস্তার আড়ালে পাচার বিদেশী মদ, উদ্ধার করল আবগারি দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর