এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নববর্ষে পাতে রাখুন পেঁয়াজ-রসুন ছাড়া বিহারের ঐতিহ্যবাহী মৈথেলি মাটন

নিজস্ব প্রতিনিধি: অনেক তো হল বাঙালি স্বাদের রান্না, অবশ্যই বাঙালি খাবার জগৎ বিখ্যাত। তা সত্ত্বেও বাঙালি নানারকম রান্নাবান্না নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করে চলেছে। মাঝে মধ্যে অন্যান্য দেশের রান্নাবান্নাতেও চোখ পড়ছে বাঙালির। আর সবটাই কৃতিত্ব যায় রেস্তোরাঁর উপর। সেখান থেকে খেয়ে এসে বাড়িতে কিভাবে সেই রেসিপি বানানো যায়, সেই নিয়েও চলে নানা রকম কারসাজি। যদিও এখন মুশকিল আসান করে দেয় বিভিন্ন রান্নার ইউটিউব চ্যানেলগুলি। সামনেই পয়লা বৈশাখ। আর বাংলার নববর্ষ মানেই আগে মাথায় আসে ভুরিভোজ। কারণ এদিনটা মোটামুটি সবাই বাড়িতেই থাকে। এ বছর আবার পয়লা বৈশাখ পড়েছে রবিবার। ছুটির দিনে একেবারে উৎসব মুখর পরিবেশ গড়ে উঠবে বাংলার প্রতিটি ঘরে ঘরে। এদিন দুপুরে মনের মানুষকে পঞ্চব্যাঞ্জনে কী খাওয়া বেন, তার কি ফন্দি ফিকির এখনও করেছেন। না করলে এই প্রতিবেদন করতে পারে আপনার মুশকিল আসান। তা হল আমাদের পড়শি রাজ্য বিহারের ঐতিহ্যবাহী একটি রান্না। এর আগে কী নিরামিষভাবে মাংস রান্না করেছেন? অবশ্য বিভিন্ন মাকালী মন্দিরের ভোগে নিরামিষ মাংস দেওয়া হয়। তেমনি একটি নিরামিষ মাংসের নাম হল মৈথিলী মাংস। এর আগে বিহারের চম্পারন মাংসের কথা শুনেছেন। এবার সে রাজ্যেরই মৈথিলী মাংসের রান্নার রেসিপির কথা জানাবো। নববর্ষের ভোজে এই পদটিকে কিন্তু রাখতেই পারেন পছন্দের তালিকায়।

উপকরণ

৫০০ গ্রাম পাঁঠার মাংস, ৩ টেবিল চামচ টক দই, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ২ চা চামচ দারচিনি গুঁড়ো, দেড় চা চামচ আদা বাটা, আধ চা চামচ হিং, স্বাদ অনুযায়ী নুন, ২ টেবিল চামচ ঘি, ১ চা চামচ চিনি, ৪-৫টি ছোট এলাচ, ৪-৫টি লবঙ্গ।

প্রণালী

প্রথমে একটি বড় পাত্রে মাংস নিয়ে নিন। তাতে একে একে টক দই, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, আদাবাটা আর হিং, সব উপকরণ মাংসের সঙ্গে খুব ভাল করে মেখে রেখে দিন ঘণ্টাখানেক। এরপর কড়াই আঁচে বসিয়ে তাতে কোনও ফোড়ন বা তেল না দিয়েই ঢেলে দিন ম্যারিনেট করা মাংস। এরপর দুই থেকে আড়াই কাপ জল ঢেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে দিন কড়াই। তবে মাঝেমধ্যে ঢাকা খুলে রান্নাটি নাড়তে থাকুন। যদি জল বেশি শুকিয়ে যায়, তবে অল্প করে গরম জল মিশিয়ে দিন। সময়ের অভাবে প্রেসার কুকারেও রান্নাটি করতে পারেন। মাংস সেদ্ধ হয়ে এলে কড়াইটি আঁচ থেকে নামিয়ে দিন। এরপর আরেকটি কড়াই আঁচে বসিয়ে দিন। এরপর ঘি গরম করে দিয়ে দিন চিনি। চিনিতে রং ধরলে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো আর সামান্য হিং মিশিয়ে দিন। এরপর মাংস ভাল ভাবে সেদ্ধ হয়ে এলে ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মৈথেলি মাংস। জাস্ট জমে যাবে নববর্ষের ভূরিভোজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাংসকেও হার মানাবে এই সোয়া পাকোড়া

মুখে স্বাদ আনতে ঝট করে বানিয়ে ফেলুন আলু চচ্চড়ি

স্বাস্থ্যকর এই ‘কর্ণ চিকেন’ দিয়ে নৈশভোজ হোক জমজমাট

অনেক তো হল চিকেন-ডিম, এবার চেখে নিন চিংড়ির এই দুর্দান্ত রেসিপিটি

বিকেল জমিয়ে তুলুন চটপটা এই স্ন্যাকস দিয়ে, স্বাস্থ্য থাকবে ঝলমলে

মুখরোচক পদ খেতে চাইলে সহজেই বানিয়ে ফেলুন মুড়িঘন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর