এই মুহূর্তে




এবার ‘গুমনামি বাবার’ ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধিঃ নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ফের নতুন ছবি। অম্লানকুসুম ঘোষের পরিচালনায় আসতে চলেছে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ছবি ‘সন্ন্যাসী দেশনায়ক’। বলে রাখা ভালো সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’ ছবির অনেক আগেই নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি অম্লানকুসুম ঘোষের এই ছবি। কিন্তু নানা কারণে মুক্তি আটকে ছিল ‘সন্ন্যাসী দেশনায়ক’-র। এই ছবিতে নেতাজির ভূমিকায় দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। যিনি গুমনামি বাবা তিনিই কি নেতাজি? এর উপর ভিত্তি করেই এগোবে এই ছবির গল্প। একদল পড়ুয়ার নেতাজিকে নিয়ে তথ্যচিত্র বানানোর পরিকল্পনা ও নেতাজি বিষয়ক গবেষণা শুরু করার পর থেকেই হঠাৎ আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে । সেই পড়ুয়ারা জানতে পারে উত্তর ভারতে থাকা এক সন্ন্যাসী সম্পর্কে। যিনি গুমনামি বাবা। ফ্ল্যাশব্যাক ও বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে সাজানো হয়েছে এই ছবির গল্প।

ছবিটিতে রয়েছে বিস্তর গবেষণা। বছর কয়েক আগে পরিচালক ‘ব্ল্যাক বক্স অফ হিস্ট্রি’ শীর্ষক একটি তথ্যচিত্র বানান। তারপর এই বিষয়ের উপর ভিত্তি করে একটি বইও লেখেন তিনি। এই ছবিতে নেতাজির অন্তর্ধানের বহু প্রমাণ মিলবে এই ছবিতে। সেভাবে এই ছবির প্রচারে নামেননি পরিচালক। তবে গবেষণা ও তথ্যে ভরপুর ‘সন্ন্যাসী দেশনায়ক’ ছবিটি। এই ছবিতে গুমনামি বাবার লুক সঠিকভাবে তুলে ধরার জন্য নেওয়া হয়েছে প্রস্থেটিক মেকআপের সাহায্য। অন্যদিকে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে এমন এক চরিত্রতে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারীতে মুক্তি পেতে পারে এই ছবি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জামাইবাবুকে বিয়ে, প্রথম সাক্ষাতেই ধর্মেন্দ্রর প্রেমে পড়েন, রহস্যে মোড়া কামিনী কৌশলের জীবনী

‘স্বপ্নের মতো লাগছে’, RJD-কে হারিয়ে আলিনগর থেকে জয়ের পথে বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর

শাহরুখ খানের ‘দিদিমা’ আর নেই! ৯৮ বছরে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী কামিনী কৌশল

তারকা-কন্যার প্রচারেও খুলল না ভাগ্য, ভাগলপুরে বিজেপির কাছে পিছিয়ে নেহার বাবা অজিত শর্মা

পবন সিংহের স্ত্রীর ভাগ্য ঝুলে! বিপুল সংখ্যক ভোটে পিছিয়ে নির্দল প্রার্থী জ্যোতি, কারাকাটে এগিয়ে NDA

শ্রেয়া ঘোষালের কটকের কনসার্টে চরম বিশৃঙ্খলা, পদদলিত হয়ে আহত বহু ভক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ