এই মুহূর্তে




দুর্গাপুজোয় ৫দিনে আইন ভাঙার অপরাধে শহরে গ্রেফতার ৩৪৮ জন

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোয় রেকর্ড পরিমাণ ভিড় সামলাতে চতুর্থী থেকে রাস্তায় নেমেছে কলকাতা পুলিশ। গোটা শহর জুড়ে যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সজাগ রয়েছে কলকাতা পুলিশ রাস্তায় ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারেও উৎসবের দিনগুলিতে সতর্ক কলকাতা পুলিশ(Kolkata Police)। এর মাঝে আইন ভাঙার অপরাধে চতুর্থী(Chaturthi) থেকে অষ্টমীর(Astami) রাত পর্যন্ত ৫ দিনে মোট ৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ মোট শহরে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৬২৮৪ টি মামলা রুজু করেছে।

এর মধ্যে মোটরসাইকেলে তিনজন যাত্রী থাকার অপরাধে মোট এক হাজার ২৪০ টি, হেলমেট না পরার অপরাধে ৩২৩১ টি এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অপরাধে ৫৬৮ টি , মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ৫০৪ টি এবং অন্যান্য ট্রাফিক আইন ভাঙার অপরাধে ৭৪১ টি মামলা রুজু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। দর্শনার্থীদের সুবিধার জন্য এই বছর কলকাতা পুলিশ ‘পুজো বন্ধু’ নামে একটি অ্যাপ চালু করেছে।

ওই অ্যাপের(App) মাধ্যমে বিভিন্ন পুজো মণ্ডপ গুলিতে যাওয়ার নির্দেশিকা, ম্যাপ, জরুরি পরিষেবা নম্বর সব রয়েছে সেখানে। বিভিন্ন এলাকায় ওষুধের দোকান নিকটবর্তী মেট্রো স্টেশন পার্কিংয়ের জায়গা সেইসব তথ্য ওই অ্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কলকাতার বিভিন্ন পয়েন্টে কিওক্স তৈরি করা হয়েছে। কোন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বেশি হলে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। অষ্টমীর বিকেলে অতিরিক্ত ভিড়ের দরুন বন্ধ করে দেওয়া হয়েছিল ত্রিধারার থিম নৃত্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্যান্ডেল হপিং সৌরভের, শ্রীভূমিতে তুললেন নিজস্বী, সুরুচিতে বাজালেন ঢাক

রাত পোহালেই বিজয়া দশমী, গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ

নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, বাজালেন কাঁসর-ও

বর্ষাতিকে সঙ্গী করেই ‘নবমী নিশি’তে মণ্ডপে-মণ্ডপে মানুষের ঢল

পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

‘ভারী বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন’, পুজোর উদ্যোক্তাদের নির্দেশ ফিরহাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ