এই মুহূর্তে




‘পুশব্যাক’ হওয়া অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ভারতে ফেরানোর নির্দেশ বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি: বাংলায় কথা বলায় স্বামী ও সন্তান-সহ বীরভূমের সোনালি খাতুনকে বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যিনি এই মূহুর্তে ৯ মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু দিন কয়েক আগেই কেন্দ্রের এই ‘পুশব্যাক’ সিদ্ধান্তকে খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাঁকে দেশে ফেরাতে হবে বলেও নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও এই নির্দেশ আপাতত মুলতুবি রাখার জন্যে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্যে ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিল বাংলাদেশ হাই কোর্ট।

গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত নির্দেশের একটি প্রতিলিপি প্রকাশ্যে এসেছে। তবে বিদেশ মন্ত্রক এখনও এ বিষয়ে কিছু জানায়নি। তবে সোনালি বিবি-সহ বাংলাদেশ ‘পুশব্যাক’ করা ছ’জনের জামিন এখনও মঞ্জুর হয়নি। আগামী ২৩ অক্টোবর নিম্ন আদালতে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সূত্রের খবর, গত ২৯ সেপ্টেম্বর অনুপ্রবেশ কারী হিসেবে ধৃত সোনালি ও সুইটি বিবি-সহ ছয় জনের জামিনের শেষ শুনানি হয়েছে চাঁপাইনবাব গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (CGM) আদালতে। এরপরে পুজোর ছুটি পড়ে যাওয়ায় মামলা সেখানেই স্থগিত হয়ে যায়। যদিও সোনালি দের সাহায্যের জন্যে এই মূহুর্তে বাংলাদেশে রয়েছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ার ম্যান তথা রাজ্যের তৃণমূল সাংসদ আমিরুল ইসলামের প্রতিনিধি মফিজুল শেখ।

উল্লেখ্য, দিল্লিতে কাগজকুড়ুনি এবং বাড়ি বাড়ি গৃহকর্মীর কাজ করতেন সোনালি খাতুন। অভিযোগ, গত জুনে দিল্লিতে দিল্লিতে থাকা অবস্থাতেই সোনালি ও সুইটি বিবি-সহ ছ’জনকে অসম সীমান্ত দিয়ে পুশব্যাক করেছিল BSF। এরপর তাদের চাঁপাইনবাবগঞ্জের জেলা সংশোধনাগারে রাখা হয়। এরপর সোনালি, সুইটিদের দেশে ফেরানোর জন্যে তাদের পরিজনরা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে, সোনালি বিবি-সহ ছজনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে দেশে ফেরাতে হবে। পাশাপাশি বিচারপতি বেঞ্চ এও বলে যে, তাদের বিরুদ্ধে কেন্দ্রের ‘পুশব্যাক’ সিদ্ধান্ত ভুল ছিল। ইতিমধ্যেই সোনালি সুইটিদের জামিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশের আদালতে। তবে তাঁদের নথিতে কিছু জটিলতা রয়েছে। তবে বাংলাদেশের আদালতে সোনালিদের জামিন হয়ে গেলে তাঁরা কোথায় থাকবেন, তা নিয়ে সংশয় ছিল। এমন পরিস্থিতিতে সোনালিদের স্বস্তি দিল ঢাকা বাংলাদেশ হাই কোর্টের এই নির্দেশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ